• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ৮০০ পয়েন্ট মূল্য হারিয়েছে ডাও জোন্স শেয়ার সূচক

    শেয়ার ব্যবসায়ীরা সরকারি বণ্ডের সুদের হারকে মন্দার নতুন এক চিহ্ন হিসেবে ব্যাখ্যা করায় নিউ ইয়র্কে গতকাল শেয়ারের মূল্যে ধ্বস নামে।

    ডাও জোন্স শিল্প সূচক ২৫,৪৭৯ পয়েন্টে দিন শেষ করেছে। এই মূল্য হচ্ছে আগের দিনের চাইতে ৮০০ পয়েন্ট কিংবা ৩ শতাংশের বেশি কম। চলতি বছরে এটা ওয়াল স্ট্রিটে সবচেয়ে বড় দরপতন।

    দীর্ঘ মেয়াদী সরকারি বণ্ডের থেকে পাওয়া লাভের পরিমাণ হ্রাস পেয়ে স্বল্প মেয়াদী সরকারি বণ্ডের চাইতে সামান্য নিচে অবস্থান করায় এরকম ঘটে।

    বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেকার সাম্প্রতিক বাণিজ্য সংঘাত এবং হংকংয়ের অস্থিতিশীল পরিস্থিতির মত উপাদানের কারণে বণ্ডের বাজারের দিকে তহবিল ধাবিত হচ্ছে।

    জাপানের নিইগাতা ও ইয়ামাগাতা’য় দিনেরবেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে

    মারাত্মক এক মৌসুমী ঝড়ের বয়ে আনা উষ্ণ বায়ু জাপান সাগরের দিকে মুখ করে থাকা এলাকায় এক তাপ বলয় বয়ে এনেছে। বিশেষ করে হোকুরিকো অঞ্চল ও উত্তর-পূর্ব জাপানে উচ্চ তাপমাত্রা বিরাজ করছে।

    নিইগাতা জেলার তাইনাই শহরে, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, তেরাদোমারি এলাকার নাগাওকা শহরে তাপমাত্রা উঠে যায় ৪০.৬ ডিগ্রী সেলসিয়াসে। সানজো শহরে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

    ইয়ামাগাতা জেলায়, নেযুগাসেকি এলাকার ৎসুরুওকা শহরে তাপমাত্রা উঠে যায় ৪০.৪ ডিগ্রী সেলসিয়াসে এবং ইশিকাওয়া জেলার শিকা শহরের তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রী সেলসিয়াস।

    আবহাওয়া এজেন্সি জানাচ্ছে, মারাত্মক এক মৌসুমী ঝড় ক্রোসা থেকে আসা উষ্ণ বায়ু দেশকে দু’ভাগ করা পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাহাড়ের মাঝখান দিয়ে বহমান বাতাসের সৃষ্টি করছে যা শেষ পর্যন্ত জাপান সাগরের দিকে বয়ে যাচ্ছে।