• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • গান শোনাবে রাস্তা!

    Posted by admin on August 19
    Posted in Uncategorized 

    গান শোনাবে রাস্তা!

    গাড়ি চালকদের একঘেয়েমি কাটাতে বেশ কয়েকটি ‘মিউজিক্যাল রোড’ তৈরি করেছে জাপান। ২০১৬-র হিসেব বলছে, গোটা দেশে ৩০টিরও বেশি মিউজিক্যাল রোড রয়েছে এখানে। মিউজিক্যাল রোডের স্রষ্টা জাপানের ইঞ্জিনিয়র শিজুয়ো শিনোদা। তার পরিকল্পনাকে কাজে লাগিয়েই দেশের বিভিন্ন প্রান্তে মিউজিক্যাল রোড তৈরি করেছে জাপান।

    শব্দ তৈরীর জন্য রাস্তাতেই এক ধরনের প্রযুক্তি ব্যবহার করেছেন ইঞ্জিনিয়াররা। কোথাও স্বল্প ব্যবধানে, কোথাও আবার বেশি ব্যবধানে রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্তে সরু চ্যানেল কেটেছেন তারা। গাড়ি যখন ওই চ্যানেলগুলোর উপর দিয়ে যায়, তখন একটা কম্পন তৈরি হয়। আর সেই কম্পনেই সৃষ্টি হয় সুরের। চ্যানেলগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যে, সেগুলো কখনও জাপানের লোকগাথা, কখনও জনপ্রিয় গানের সুর সৃষ্টি করে। রাস্তায় যেখানে স্বল্প ফারাকের চ্যানেল রয়েছে সেখানে দ্রুত লয়ের সুর সৃষ্টি হয়। আবার যেখানে বেশি ফারাকের চ্যানেল রয়েছে সেখানে ঢিমে লয়ের সুর সৃষ্টি হয়।

    এই রাস্তাগুলো রয়েছে হোক্কাইডো, হিরোশিমা, কিমিনো, মাউন্ট ফুজি এবং গুনমাতে। কিমিনো শহরের মিউজিক্যাল রোড দিয়ে গেলেই বাজতে শুরু করে জাপানের প্রিয় লোকগাথা ‘নিয়াগেত গোরান ইয়োরু’। আবার গুনমা শহরের মিউজিক্যাল রোডে যেমন শোনা যায় সে দেশের জনপ্রিয় গান ‘মেমরিজ অব সামার’। সূত্র : জাপান টাইমস।

    জাপান অলিম্পিকের জন্য ব্যক্তিগত বাড়িতে থাকার ব্যবস্থা করছে

    জাপান সরকার, আগামী গ্রীষ্মে অলিম্পিক ও প্যারালিম্পিকের সময় আগত পর্যটকদের জন্য ব্যক্তিগত বাড়িতে থাকার একটি পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।

    পর্যটন সংস্থা, পৌর সরকারগুলো বিশেষ অনুষ্ঠানগুলোর জন্য ব্যক্তিগত বাড়ি ব্যবহারের পরিকল্পনা জোরদারের পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ পোষণ করছে।

    পরিকল্পনাটিতে, বৃহদাকারের অনুষ্ঠান চলাকালে আবাসস্থলের ঘাটতি থাকা এলাকায় স্বল্প সময়ের জন্য ব্যক্তিগত বাড়ি ভাড়া দেয়ার জন্য নাগরিকদের অনুরোধ জানানোর অনুমোদন দেয়া হয়েছে।

    সরকার, ব্যক্তিগত বাড়ি ভাড়ায় দেয়ার সাধারণ ঘটনার তুলনায় এর আবেদন প্রক্রিয়া অপেক্ষাকৃত সহজ বলে জানায়।

    সম্প্রতি পর্যটন সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিকল্পনাটির জন্য প্রণীত নির্দেশনা সংশোধন করে আবাসস্থলের ঘাটতি এবং বেসরকারি অংশীদারদের কাছে পুনরায় ঠিকা দেয়া সম্ভব কাজের তালিকা হিসেব করার একটি পদ্ধতি প্রবর্তন করেছে।

    মন্ত্রণালয়, পৌর সরকারগুলো নাগরিকদের অনুরোধ জানানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্রের জন্য একটি নমুনাও তৈরি করেছে।

    সংস্থাটি, নতুন পথ নির্দেশিকাটি ব্যবহারের জন্য পৌর সরকারের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠানের পরিকল্পনা করছে।