• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • চীনের সাথে সম্পর্কের ব্যাপারে আশাবাদী জাপানীরা

    জাপানের জনগণ টোকিও-বেইজিংয়ের মধ্যে আরো ঘনিষ্ঠ সম্পর্ক প্রত্যাবর্তনের ব্যাপারে অনেক আশাবাদী। চীনের প্রধানমন্ত্রী লি কাকিয়াংয়ের জাপান সফর শেষ হওয়ার পরপরই তারা এ ধরনের প্রত্যাশা ব্যক্ত করলেন। খবর সিনহুয়ার।
    শুক্রবার লি জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের আমন্ত্রণে টোকিও সফরে আসেন। এটি ছিল তার একটি সরকারি সফর। বিগত আট বছরের মধ্যে এই প্রথম চীনের কোনো প্রধানমন্ত্রী জাপান সফর করলেন।
    সফরকালে চীনের প্রধানমন্ত্রী আরো স্থায়ী ও স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্কের আহবান জানান। এ বছর এশিয়ার এ দু’দেশের মধ্যে শান্তি ও বন্ধুত্ব চুক্তি স্বাক্ষরের ৪০তম বার্ষিকী পালন করা হচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে লি’র বক্তব্যকে অ্যাবে স্বাগত জানিয়েছেন। তিনি পূর্ব এশিয়ার এ দু’দেশের মধ্যে সহযোগিতা আরো জোরদার করার আহবান জানান।
    টোকিওতে চৌ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকাসা কুরিইয়ামা সিনহুয়াকে বলেন, ‘উভয় দেশের ব্যাপারে তাদের পারস্পরিক জল্পনা-কল্পনা নির্ভর ধারণা দূর করতে চীন ও জাপানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা পুনরায় শুরু অনেক গুরুত্বপূর্ণ।’
    তিনি বলেন, ‘আমি আশা করছি যে আমাদের দু’দেশের নেতারা তাদের মধ্যে ভাল সম্পর্ক গড়ে তুলে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ঐক্যের ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন।’

    মেসির পায়ে উঠছে গোল্ডেন শ্যু

    লিভারপুলের তারকা মোহামেদ সালাহকে পিছনে ফেলে ইউরোপীয়ান ফুটবলে এবারের মৌসুমে সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন শ্যু পাবার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছেন বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি।
    যদিও মাত্র মাসখানেক আগে ইউরোপের সব প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে এই পুরস্কার প্রাপ্তিতে সালাহই ফেবারিট ছিলেন। কিন্তু মার্চের শেষে লিভারপুলের এই মিশরীয় তারকা প্রিমিয়ার লিগে মাত্র তিন গোল করে পিছিয়ে গেছেন। এই সময়ে মেসি লা লিগায় করেছেন আটটি গোল।
    ঘরোয়া লিগে সর্বমোট ৩৪ গোল করে মেসি সালাহ’র থেকে তিন গোল এগিয়ে রয়েছেন। সালাহ’র হাতে রয়েছে আর মাত্র একটি ম্যাচ। রবিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে লিগে এই মৌসুমের শেষ প্রিমিয়ার লিগ ম্যাচ লিভারপুল ব্রাইটনকে আতিথ্য দিবে। অন্যদিকে লা লিগা শেষ করতে বার্সেলোনার হাতে এখনো দুটি ম্যাচ বাকি আছে। সোমবার লেভান্তের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচের এক সপ্তাহ পরে শেষ ম্যাচে ক্যাম্প ন্যুতে রিয়াল সোসিয়েদাদকে আতিথ্য দিবে কাতালান জায়ান্টরা।
    গোল্ডেন শ্যু টেবিলে মূলত গোলের সংখ্যার থেকে পয়েন্টই গুরুত্বপূর্ণ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোল করলে দুই পয়েন্ট যোগ হয়। এবারের মৌসুমে বেনফিকার হয়ে লিগে জোনাস ৩৩টি গোল করেছেন। কিন্তু পর্তুগীজ লীগে গোল করলে ঐ খেলোয়াড়েরর নামের পাশে দেড় পয়েন্ট যোগ হয়। যে কারণে তালিকায় জোনাসের অবস্থান নবম। ২৯টি করে গোল করে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে যৌথভাবে আছেন বায়ার্ন মিউনিখের রবার্ট লিওয়ানোদোস্কি ও ল্যাজিওর সিরো ইমোবিলে। প্যারিস সেইন্ট-জার্মেইর এডিনসন কাভানি, ইন্টার মিলানের মাওরো ইকার্দি ও টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেন করেছেন ২৮টি করে গোল।
    ইতোমধ্যেই মেসি এই পুরস্কারটি চারবার অর্জন করেছেন। এবার ৩৪ গোল করে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন তিনি। ৩১ গোল করে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ সালাহ। রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনাল্ডোও চারবার গোল্ডেন শ্যু পেয়েছেন, যার মধ্যে ২০০৭-০৮ মৌসুমে প্রথমবার তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই পুরস্কার জয় করেছিলেন। এবারের মৌসুমে রোনাল্ডো ২৫ গোল করে অষ্টম স্থানে আছেন।
    ২০০৮ সাল থেকে ১২জন বিজয়ীর মধ্যে ১১জনই ছিলেন লা লিগার। ২০১৩-১৪ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে লুইস সুয়ারেজ এই পুরস্কার অর্জন করেছিলেন।