Community Events
bnp

পাসওয়ার্ড মনে রাখার যন্ত্রণা থেকে বাঁচাতে চাইছে গুগল

স্মার্টফোন বা অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তার কথা ভেবে পাসওয়ার্ড ব্যবহার করতে হয় স্মার্টফোন বা অনলাইন ব্যবহারকারীদের। কিন্তু পাসওয়ার্ড মনে রাখাটা প্রায় সবার কাছেই বিরক্তিকর।
তা স্বত্বেও পাসওয়ার্ড ব্যবহার ও মনে রাখা ছাড়া গত্যন্তর নেই কারো। মনে রাখার সুবিধার্থে অনেকে একাধিক অনলাইন অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করেন। কিন্তু এ নিয়েও দুশ্চিন্তায় থাকতে হয়। প্রযুক্তি বিশ্লেষকরাও মনে করেন, প্রচলিত পাসওয়ার্ড পদ্ধতি যথেষ্ট বিরক্তিকর আর সেকেলে। এমনকি, এই পাসওয়ার্ড সহজেই হ্যাকও হয়ে যেতে পারে।
এই বাস্তবতায় প্রযুক্তি বিষয়ক সংবা
Read More


**-------------**------------**




চীনের ডুবে যাওয়া নৌকা উদ্ধারে জাপানের উদ্যোগের প্রশংসায় বেইজিং

পূর্ব চীন সাগরে ডুবন্ত চীনা মাছ ধরার নৌকা উদ্ধার করায় জাপানকে ধন্যবাদ জানিয়েছে বেইজিং। এই অঞ্চল নিয়ে দুই দেশের চলমান বিরোধের মধ্যে এই ঘটনা ঘটলো।
জানা গেছে, চীনা মাছ ধরার নৌকাটি জাপানের জলসীমায় গ্রিসের পতাকাধারী ৩০০ মিটার লম্বা বাণিজ্য জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। জাপানি কোস্টগার্ড ওই মাছ ধরার নৌকা থেকে ছয় জনকে জীবিত উদ্ধার করে, নিখোঁজ আটজনকে উদ্ধারে চেষ্টা করছে তারা।
উল্লেখ্য, জাপানে সেনকাকু ও চীনে দিয়াওয়ু নামে পরিচিত জনমানবহীন দ্বীপপুঞ্জ দুই দেশের দীর্ঘ বিরোধের কারণ। বেইজিং জাপানের এই উদ্যোগের প্রশংসা করেছে। অথচ মাত্র গত সপ্তাহেই জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, চীনের সঙ্গে সম্পর্ক সুস্পষ্ট অবনতি হয়েছে।

Read More


**-------------**------------**

সম্রাটের বক্তব্যে আবে' প্রতিক্রিয়া

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন তিনি জাপানি জনগনের উদ্দেশ্যে সম্রাট আকিহিতোর ভাষণকে গুরুত্বের সাথে নিচ্ছেন। সোমবার সম্রাট এক ভিডিও বার্তা প্রকাশ করে তার পদত্যাগের ইচ্ছার ইঙ্গিত দেয়ার অল্প পর আবে তার লিখিত মন্তব্য মিডিয়ার সামনে পাঠ করেন। প্রধানমন্ত্রী বলেন তিনি সম্রাটের গুরু দায়িত্বের কথা বিবেচনা করছেন এবং সম্রাট তার বয়সের আলোকে এ কথা ভাবছেন বলে তিনি মনে করেন। আবে বলেন তিনি সতর্কতার সাথে বিবেচনা করবেন সরকার সম্রাটের জন্যে কী করতে পারে।


Read More


**-------------**------------**

টোকিওতে শোভাযাত্রায় ককটেল হামলা, আহত ১৫

জাপানের রাজধানী টোকিওর এক শোভাযাত্রায় ককটেল হামলায় ১৫ জন আহত হয়েছে।
সোমবার পুলিশ ও দমকল বিভাগের কর্মকর্তারা জানান, রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। শোভাযাত্রাটি একটি আবাসিক এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের একটি ভবন থেকে কয়েকটি হাতবোমা ছোড়া হয়।
এক পুলিশ কর্মকর্তা জানান, পরে দমকলকর্মীরা ঐ অ্যাপার্টমেন্টে ঢুকে এক ব্যক্তিকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পান।
নিহত ব্যক্তিটির এক প্রতিবেশী জানিয়েছেন, ঐ বৃদ্ধের স্ত্রী মারা যাবার পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। প্রতিবেশীর অভিযোগ, শোভাযাত্রার মাত্রাতিরিক্ত শব্দ ব্যক্তিটির জন্য বিরক্তিকর ছিল।

দমকল বিভাগের এক কর্মকর্তা জানান, আহতদের অধিকাংশের শরীর পুড়ে গেছে। তবে তাদের শারীরিক অবস্থা আ
Read More


**-------------**------------**

সাঁতার থেকে আসলো জাপানের প্রথম স্বর্ণ

জাপানের কোসুকে হাগিনো ৪০০ মিটার মিটার ইভেন্টে চলতি রিও অলিম্পিকে জাপানের জন্যে প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছেন। স্থানীয় সময় শনিবার হাগিনো ৪ মিনিট ০৫ সেকেন্ডে সময় নিয়ে স্বর্ণ জেতেন। তার পেছনে ছিলেন করেছিলেন আমেরিকার চেস কালিসজ। খালিসজ সময় নেনে ৪ মিনিট ৭.৭৫ সেকেন্ড, এ ইভেন্টে জাপানের দাইইয়া সাতো ৪ মিনিট ৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক পান।


Read More


**-------------**------------**

অন্ধকার সরিয়ে ছুটল আলোর ফোয়ারা  

ভেন্যুতে ৪২টি ডিসিপ্লিন, ৩০৬টি ইভেন্টে মেডেল মোট ৪২২৪টি। আলো ঝলমলে এই মেডেলগুলো গলায় জড়িয়ে দেশকে গর্বে ভরিয়ে দিতে বিশ্বের ২০৭টি দেশ থেকে ব্রাজিলে এরই মধ্যে পাড়ি জমিয়েছেন ১১৩৬০ জন অ্যাথলেট। তাদের সাথে আসা অফিসিয়াল মিলে সংখ্যাটি ১৮ হাজার ছাড়িয়ে। ১৭ দিনের এই মহাযজ্ঞ নির্বিঘœ করতে আছে ৫ হাজার সেবাকর্মী, ৮৫ হাজার নিরাপত্তা কর্মী। শুধু অ্যাথলিট কিংবা আয়োজকই নয়, লড়াইটা অলিম্পিকের সাক্ষী হতে সাম্বার দেশে আগত ৫ লাখ ট্যুরিস্টেরও। বজ্রবিদ্যুৎ বোল্টের ক্ষীপ্রতা আর জলমানব ফেল্পসদের জলকেলি দেখতে টিকিট যে আছে মাত্র ৭৫ লাখ। লক্ষ্য একটাই- অলিম্পিক। এক অলিম্পিকই যে পারে এমন পরিসংখ্যানে নিজেদের আলোকিত করতে। শুধু আকারেই নয়, মাহাত্বেও এই আসরকে সবার ওপরেই রাখেন ক্রীড়াবোদ্ধারা। প্রাচীন গ্রীক নগরী অল
Read More


**-------------**------------**

টোকিও'তে পরীক্ষামূলক ভাবে শুরু হচ্ছে  ট্যাক্সি সেবা

জাপানের ভূমি, অবকাঠামো এবং পরিবহন মন্ত্রণালয় শুক্রবার রাজধানী টোকিও'তে কিছু কিছু ট্যাক্সির ভাড়া কমানোর কথা বিবেচনা করছে। জনগন যাতে সহজে আরামদায়ক ট্যাক্সি সুবিধা পেতে পারেন সে জন্যে ৭৩০ ইয়েন থেকে কমিয়ে ৪১০ ইয়েন এ নামানো হচ্ছে। সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত ২৩ কোম্পানির ৪০টি ট্যাক্সি এই পরীক্ষামূলক যাত্রায় অংশ নিচ্ছে। শিমবাশি, আসাকুসা এবং শিনজুকু স্টেশন থেকে এসব ট্যাক্সি সার্ভিস পাওয়া যাবে, এ ছাড়া টোকিও বিশ্ববিদ্যালয় হাসপাতালেও এই ট্যাক্সি মিলবে। ৪১০ ইয়েনে প্রথম ১.০৫৯ কিলোমিটার যাওয়া যাবে। তারপর প্রতি ২৩৭ মিটার পরপর ৮০ ইয়েন করে বাড়তে থাকবে। ক্যাবের ভাড়া প্রায় ৪০
Read More


**-------------**------------**

মীমাংসা : এক মহিমান্বিত গুণ

সকলের কর্তব্য পরস্পরে মিলেমিশে ও ভাই-ভাই হয়ে চলার চেষ্টা করা। ঝগড়া-বিবাদ থেকে যথাসম্ভব বিরত থাকা। কিন্তু এ সত্ত্বেও দু’জনের মধ্যে কখনো বিবাদ সৃষ্টি হওয়া অসম্ভব নয়। দুই অন্তরঙ্গ বন্ধুর মধ্যেও বিবাদ সৃষ্টি হয়। স্বামী-স্ত্রীর নিরাবরণ সম্পর্ককেও তা স্পর্শ করে। মা আর সন্তানের নাড়ির বন্ধনও একে সম্পূর্ণ এড়াতে পারে না। কিন্তু তা অমীমাংসিতভাবে চলতে থাকা, সহিংসতা ও হানাহানির রূপ ধারণ করা বিরাট ক্ষতিকর। এই ক্ষতি শুধু বিবাদরতদেরই নয়, গোটা সমাজের। এতে সমাজের উন্নতি-অগ্রগতি ব্যাহত হয়। সামাজিক শান্তি-সম্প্রীতি বিনষ্ট হয় এবং সামষ্টিক প্রভাব-প্রতিপত্তি লোপ পায়। তাই দুজনের মধ্যে কখনো ঝগড়া হলে উভয়ের কর্তব্য, অতি দ্রুত এর উপর শান্তির শীতল প্রলেপ দিয়ে দেওয়া। আপোস-নিষ্পত্তি করে আবার মিলেমিশে চলত
Read More


**-------------**------------**

জাপান জুড়ে দুঃসহ গরম

জাপান জুড়ে তীব্র তাপদাহ বায়ুমন্ডলে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে এবং এর ফলে তোচিগি প্রিফেকচার স্থানীয় ভাবে প্রবল বর্ষণের মুখে পড়ে। বৃহস্পতিবার জাপান জুড়েই প্রচন্ড গরম ছিলো, পশ্চিম জাপানে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যায়। এদিকে তাপমাত্রা বাড়তে থাকলে মধ্য জাপানের পার্বত্য অঞ্চল গুলো অস্থিতিশীল হয়ে ওঠে। তোচিগি প্রিফেকচারে প্রবল বর্ষণ হলে আবহাওয়া বিভাগ আকস্মিক বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করে। উষ্ণতা ও আর্দ্রতা বাতাসের তাপমাত্রাকে প্রভাবিত করে। পার্বত্য অঞ্চল গুলোতে বৃষ্টিমেঘ জমা হয়ে ব্যপক বৃষ্টিপাত ঘটায়। সন্ধ্যে ৭টা ১০ মিনিট পর্যন্ত উৎসুনোমিয়া ইমাজাতো শহরে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, ইয়াইতা কাশিমা'তে বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ৭৮ মিলিমিটার। পার্বত্য অঞ্চল গুলোতে আরো বর্ষণের সম
Read More


**-------------**------------**

জাপানের জলসীমায় উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র

প্রথমবারের মতো উত্তর কোরিয়ার ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের জলসীমার ভিতরে বা তার কাছে গিয়ে পড়েছে।
বুধবার সিউলের স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দক্ষিণ হওয়াংহি প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের দপ্তর। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েকদিনে ফের বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রটির প্রধান অংশ জাপানের বহিঃঅর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়েছে বলে এক জাপানি প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উেক্ষপণ ও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অ
Read More


**-------------**------------**

মন্ত্রীসভার রদবদল করলেন আবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তার মন্ত্রীপরিষদের রদবদল করেছেন। নতুন মন্ত্রীসভায় আবে সহ ১৯ জন মন্ত্রী রয়েছেন। ইম্পেরিয়াল প্যালেসে এক অনুষ্ঠানের মাধ্যমে বুধবার নতুন মন্ত্রীসভা তার যাত্রা শুরু করে। আবে তার পুরোনো মন্ত্রীসভার ৮ জন মন্ত্রীকে ধরে রেখেছেন, ২ মন্ত্রীকে ফিরিয়ে এনেছেন এবং ৮ জনকে প্রথমবারের মতো নিয়োগ দিয়েছেন। একজন মন্ত্রীর দফতর পরিবর্তন করেছেন। ডেপুটি প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী তারো আসো'র অবস্থান আগের মতোই আছে। সানায়ে তাকাইচি আভ্যান্তরিন বিষয়ক এবং যোগাযোগ মন্ত্রী হিসেবে তার পূর্বের পদেই রয়েছেন। কাৎসুতোশি কানেদা বিচারমন্ত্রী হয়েছেন। আগে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা আগের পদেই রয়েছেন
Read More


**-------------**------------**

জাপানে মার্কিন বিমানের জরুরি অবতরণ

জাপানের রাজধানী টোকিওতে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। চলতি মাসে এটি জাপানে একই এয়ারলাইন্সের বিমানের দ্বিতীয় জরুরি অবতরণ। বৃহস্পতিবার মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৫৩ মিনিটে জাপানের রাজধানীর উপকণ্ঠে নারিতা বিমানবন্দরে ফ্লাইট এইচএ ৪৪২ জরুরি অবতরণ করে। বিমানটি জাপানের উত্তরাঞ্চলীয় সাপোরা নগরী থেকে হনুলুলু যাচ্ছিল।
নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর করপোরেশনের একজন কর্মকর্তা জানান, পাইলট বোয়িং ৭৬৭-এর হাইড্রোলিক ব্যবস্থায় এক ধরনের অস্বাভাবিকতা দেখতে পান।  জরুরি অবতরণ করা এ বিমানের ২৪৮ জন আরোহীর কেউ আহত হয়নি।
বিমানের জরুরি অবতরণের বিষয়ে ত
Read More


**-------------**------------**

টোকিও' সংস্কারকে এগিয়ে নিয়ে যওয়ার প্রতিশ্রুতি কোইকে'

টোকিওর নবনির্বাচিত গভর্নর ইউরিকো কোইকে বলেছেন তিনি রোববারের নির্বাচনে বিপুল জনসমর্থন পেয়ে উৎসাহিত বোধ করছেন এবং রাজধানীর উন্নয়নে সংস্কার করা হবে। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সোমবার বলেন নির্বাচনের ফলাফল তার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। কোইকে'র নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক আভ্যান্তরিন বিষয়ক মন্ত্রী হিরোইয়া মাসুদা। দু'জনের ভোটের ব্যবধান ছিলো ১০ লক্ষেরও বেশি। মঙ্গলবার থেকে টোকিও'র প্রথম নারী গভর্নর তার কাজ শুরু করবেন। ক্ষমতাসীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির সমর্থন পেতে ব্যর্থ হয়ে কোইকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন। এলডিপ
Read More


**-------------**------------**

জাপানে টোকিও শহরের প্রথম নারী গর্ভনর ইরিকো কোকে

জাপানের রাজধানী টোকিও শহরের প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন ইরিকো কোকে। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ছত্রছায়ায় নির্বাচনে অংশ নেয়া এই নারীর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে টোকিও স্থানীয় প্রশাসন নারী নেতৃ্ত্বের সূচনা করল।
২০০৭ সালের সংসদের উচ্চ কক্ষের নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি শিনজো অ্যাবে সরকারের পরিবেশমন্ত্রী হিসেবে জাপানের সংসদে প্রথম নারী মন্ত্রী হন। আর এবার গর্ভনরের ক্ষমতায় এসে তিনি আরো একবার তার জনপ্রিয়তা প্রমাণ করলেন।
রবিবার সকাল ৮ টা থেকে রাত ৮ পর্যন্ত চলা ১১ লাখ ভোটারের ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৮ টায় (বাংলাদে
Read More


**-------------**------------**

সর্বসাধারণের জন্যে নিষিদ্ধ করা হচ্ছে নিশিনোশিমা

জাপানের পরিবেশ মন্ত্রণালয় ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের নিশিনোশিমা দ্বীপ সর্বসাধারণের জন্যে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে। টোকিও থেকে দূরবর্তী একটি দ্বীপমালা হলো ওগাসাওয়ারা। মন্ত্রণালয় বলেছে দ্বীপটি বিশ্বের একমাত্র "প্রাকৃতিক পরীক্ষামূলক সাইটে," এবং এর স্থানীয় পরিবেশ বাড়বে বলে আশা করা হচ্ছে, ২০১৩ সালের উদ্গীরণের ফলে তা প্রায় ধ্বংস হতে বসেছিলো। পর্যটকরা যাতে অস্থানীয় উদ্ভিদ এবং প্রাণী সাথে করে নিয়ে যেতে না পারেন সে কারণেই এই নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করা হচ্ছে। জাপানের আবহাওয়া বিভাগ বলেছে শিগগিরই তারা দ্বীপটির চারপাশে আগ্নেয় সতর্কতা মাত্রার পরিধি ছোট করে আনতে যাচ্ছেন। কী ধরণের সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা সঠিক ভাবে নিরুপণ করতে পরিবেশ মন্ত্রণালয়
Read More


**-------------**------------**

  • Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links