সম্রাটের বক্তব্যে আবে প্রতিক্রিয়া

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন তিনি জাপানি জনগনের উদ্দেশ্যে সম্রাট আকিহিতোর ভাষণকে গুরুত্বের সাথে নিচ্ছেন।

সোমবার সম্রাট এক ভিডিও বার্তা প্রকাশ করে তার পদত্যাগের ইচ্ছার ইঙ্গিত দেয়ার অল্প পর আবে তার লিখিত মন্তব্য মিডিয়ার সামনে পাঠ করেন।

প্রধানমন্ত্রী বলেন তিনি সম্রাটের গুরু দায়িত্বের কথা বিবেচনা করছেন এবং সম্রাট তার বয়সের আলোকে এ কথা ভাবছেন বলে তিনি মনে করেন।

আবে বলেন তিনি সতর্কতার সাথে বিবেচনা করবেন সরকার সম্রাটের জন্যে কী করতে পারে।