টোকিওতে শোভাযাত্রায় ককটেল হামলা, আহত ১৫

জাপানের রাজধানী টোকিওর এক শোভাযাত্রায় ককটেল হামলায় ১৫ জন আহত হয়েছে।
সোমবার পুলিশ ও দমকল বিভাগের কর্মকর্তারা জানান, রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। শোভাযাত্রাটি একটি আবাসিক এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের একটি ভবন থেকে কয়েকটি হাতবোমা ছোড়া হয়।
এক পুলিশ কর্মকর্তা জানান, পরে দমকলকর্মীরা ঐ অ্যাপার্টমেন্টে ঢুকে এক ব্যক্তিকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পান।
নিহত ব্যক্তিটির এক প্রতিবেশী জানিয়েছেন, ঐ বৃদ্ধের স্ত্রী মারা যাবার পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। প্রতিবেশীর অভিযোগ, শোভাযাত্রার মাত্রাতিরিক্ত শব্দ ব্যক্তিটির জন্য বিরক্তিকর ছিল।

দমকল বিভাগের এক কর্মকর্তা জানান, আহতদের অধিকাংশের শরীর পুড়ে গেছে। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।