চীনের ডুবে যাওয়া নৌকা উদ্ধারে জাপানের উদ্যোগের প্রশংসায় বেইজিং

পূর্ব চীন সাগরে ডুবন্ত চীনা মাছ ধরার নৌকা উদ্ধার করায় জাপানকে ধন্যবাদ জানিয়েছে বেইজিং। এই অঞ্চল নিয়ে দুই দেশের চলমান বিরোধের মধ্যে এই ঘটনা ঘটলো।
জানা গেছে, চীনা মাছ ধরার নৌকাটি জাপানের জলসীমায় গ্রিসের পতাকাধারী ৩০০ মিটার লম্বা বাণিজ্য জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। জাপানি কোস্টগার্ড ওই মাছ ধরার নৌকা থেকে ছয় জনকে জীবিত উদ্ধার করে, নিখোঁজ আটজনকে উদ্ধারে চেষ্টা করছে তারা।
উল্লেখ্য, জাপানে সেনকাকু ও চীনে দিয়াওয়ু নামে পরিচিত জনমানবহীন দ্বীপপুঞ্জ দুই দেশের দীর্ঘ বিরোধের কারণ। বেইজিং জাপানের এই উদ্যোগের প্রশংসা করেছে। অথচ মাত্র গত সপ্তাহেই জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, চীনের সঙ্গে সম্পর্ক সুস্পষ্ট অবনতি হয়েছে।