সর্বসাধারণের জন্যে নিষিদ্ধ করা হচ্ছে নিশিনোশিমা

জাপানের পরিবেশ মন্ত্রণালয় ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের নিশিনোশিমা দ্বীপ সর্বসাধারণের জন্যে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে। টোকিও থেকে দূরবর্তী একটি দ্বীপমালা হলো ওগাসাওয়ারা। মন্ত্রণালয় বলেছে দ্বীপটি বিশ্বের একমাত্র “প্রাকৃতিক পরীক্ষামূলক সাইটে,” এবং এর স্থানীয় পরিবেশ বাড়বে বলে আশা করা হচ্ছে, ২০১৩ সালের উদ্গীরণের ফলে তা প্রায় ধ্বংস হতে বসেছিলো।

পর্যটকরা যাতে অস্থানীয় উদ্ভিদ এবং প্রাণী সাথে করে নিয়ে যেতে না পারেন সে কারণেই এই নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করা হচ্ছে। জাপানের আবহাওয়া বিভাগ বলেছে শিগগিরই তারা দ্বীপটির চারপাশে আগ্নেয় সতর্কতা মাত্রার পরিধি ছোট করে আনতে যাচ্ছেন।

কী ধরণের সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা সঠিক ভাবে নিরুপণ করতে পরিবেশ মন্ত্রণালয় অক্টোবরের গোড়াতে সেখানে একটি গবেষক দল পাঠাবে।

রাষ্ট্রের মালিকানাধীন নিশিনোশিমা একটি জনবসতিহীন দ্বীপ, এখানে ঘাস ও ছোট ছোট গাছ জন্মে থাকে এবং বিভিন্ন প্রকার সামুদ্রিক পাখির প্রজনন স্থল। তবে অগ্নুৎপাতে নির্গত লাভার নীচে পড়ে দ্বীপটির প্রায় পুরো জীববৈচিত্র হারিয়ে যায়। এরপর দ্বীপটির আয়তন বেড়ে দাঁড়ায় ২৬৮ হেক্টর, আগের আয়তন ২২ হেক্টরের তুলনায় তা ১২ গুন বেশি। ইয়োমিউরি শিমবুন।