জাপান জুড়ে দুঃসহ গরম

জাপান জুড়ে তীব্র তাপদাহ বায়ুমন্ডলে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে এবং এর ফলে তোচিগি প্রিফেকচার স্থানীয় ভাবে প্রবল বর্ষণের মুখে পড়ে।

বৃহস্পতিবার জাপান জুড়েই প্রচন্ড গরম ছিলো, পশ্চিম জাপানে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যায়। এদিকে তাপমাত্রা বাড়তে থাকলে মধ্য জাপানের পার্বত্য অঞ্চল গুলো অস্থিতিশীল হয়ে ওঠে। তোচিগি প্রিফেকচারে প্রবল বর্ষণ হলে আবহাওয়া বিভাগ আকস্মিক বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করে।

উষ্ণতা ও আর্দ্রতা বাতাসের তাপমাত্রাকে প্রভাবিত করে। পার্বত্য অঞ্চল গুলোতে বৃষ্টিমেঘ জমা হয়ে ব্যপক বৃষ্টিপাত ঘটায়। সন্ধ্যে ৭টা ১০ মিনিট পর্যন্ত উৎসুনোমিয়া ইমাজাতো শহরে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, ইয়াইতা কাশিমা’তে বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ৭৮ মিলিমিটার।

পার্বত্য অঞ্চল গুলোতে আরো বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।

উত্তপ্ত এই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো গিফু প্রিফেকচারের ইবিগাওয়া’তে ৩৭ ডিগ্রি। এছাড়া ফুকুওকা’র কুরুমে শহরে ৩৬.৬, ওসাকা ৩৬.৪, গুনমা প্রিফেকচারের তাতেবাইয়াশি’তে ৩৬.১, ফুকুশিমা প্রিফেকচারের দাতে শহরের তাপমাত্রা ছিলো ৩৫.৮ ডিগ্রি সেন্টিগ্রেড।

রাজধানী টোকিও’র কেন্দ্র স্থলে তাপমাত্রা ছিলো ৩৩ ডিগ্রি। দেশের ৯২৯টি পর্যবেক্ষণ পয়েন্টের ৭০ শতাংশের বেশি স্থানে এ দিন তাপমাত্রা ৩০ অতিক্রম করে যায়।