টোকিওতে পরীক্ষামূলক ভাবে শুরু হচ্ছে  ট্যাক্সি সেবা

জাপানের ভূমি, অবকাঠামো এবং পরিবহন মন্ত্রণালয় শুক্রবার রাজধানী টোকিও’তে কিছু কিছু ট্যাক্সির ভাড়া কমানোর কথা বিবেচনা করছে। জনগন যাতে সহজে আরামদায়ক ট্যাক্সি সুবিধা পেতে পারেন সে জন্যে ৭৩০ ইয়েন থেকে কমিয়ে ৪১০ ইয়েন এ নামানো হচ্ছে।

সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত ২৩ কোম্পানির ৪০টি ট্যাক্সি এই পরীক্ষামূলক যাত্রায় অংশ নিচ্ছে। শিমবাশি, আসাকুসা এবং শিনজুকু স্টেশন থেকে এসব ট্যাক্সি সার্ভিস পাওয়া যাবে, এ ছাড়া টোকিও বিশ্ববিদ্যালয় হাসপাতালেও এই ট্যাক্সি মিলবে।

৪১০ ইয়েনে প্রথম ১.০৫৯ কিলোমিটার যাওয়া যাবে। তারপর প্রতি ২৩৭ মিটার পরপর ৮০ ইয়েন করে বাড়তে থাকবে।

ক্যাবের ভাড়া প্রায় ৪০ শতাংশ কমিয়ে ফেলে মন্ত্রণালয় চাইছে স্বল্প দূরত্বে যাওয়া মানুষজন ট্যাক্সিতে উঠতে আরো বেশি আগ্রহী হয়ে উঠুক। আশা করা হচ্ছে এসব ট্যাক্সি গুলো ট্রেন স্টেশন, অফিস পাড়া, হাসপাতাল এবং বড় বড় শপিং মল এলাকা গুলোতে জনপ্রিয় হয়ে উঠবে।

মন্ত্রণালয় বলেছে যদি ফলাফল ইতিবাচক হয় তবে ভাড়ার এই নতুন কাঠামো ডিসেম্বর থেকে সকল ট্যাক্সির ক্ষেত্রে প্রযোজ্য হবে।