মন্ত্রীসভার রদবদল করলেন আবে
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তার মন্ত্রীপরিষদের রদবদল করেছেন। নতুন মন্ত্রীসভায় আবে সহ ১৯ জন মন্ত্রী রয়েছেন। ইম্পেরিয়াল প্যালেসে এক অনুষ্ঠানের মাধ্যমে বুধবার নতুন মন্ত্রীসভা তার যাত্রা শুরু করে।
আবে তার পুরোনো মন্ত্রীসভার ৮ জন মন্ত্রীকে ধরে রেখেছেন, ২ মন্ত্রীকে ফিরিয়ে এনেছেন এবং ৮ জনকে প্রথমবারের মতো নিয়োগ দিয়েছেন। একজন মন্ত্রীর দফতর পরিবর্তন করেছেন।
ডেপুটি প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী তারো আসো’র অবস্থান আগের মতোই আছে।
সানায়ে তাকাইচি আভ্যান্তরিন বিষয়ক এবং যোগাযোগ মন্ত্রী হিসেবে তার পূর্বের পদেই রয়েছেন।
কাৎসুতোশি কানেদা বিচারমন্ত্রী হয়েছেন। আগে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা আগের পদেই রয়েছেন।
শিক্ষা, সাংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী হয়েছেন হিরোকাজু মাৎসুনো, ইয়াসুহিসা শিজাকি স্বাস্থ্য, শ্রম ও কল্যান মন্ত্রণালয়, ইউজি ইয়ামামোতো কৃষি,বন এবং মৎস বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
প্রধান মন্ত্রীপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা তার স্বপদে রয়েছেন।
নতুন মন্ত্রীসভার সদস্যদের গড় বয়স ৬০.৮।
মন্ত্রীসভার সবচেয়ে প্রবীণ মন্ত্রী আসো, তার বয়স ৭৫। সবচেয়ে অল্প বয়সী মন্ত্রী মারুকাওয়া (৪৫)।