বৃহৎ আইটি কোম্পানি নিয়ন্ত্রণের জন্য নিয়মাবলী কঠোর করবে জাপান
জাপান সরকার বলছে, দেশে কার্যক্রম পরিচালনা করা বহুজাতিক আইটি কোম্পানিগুলোর উপর নজরদারি বাড়ানোর পরিকল্পনা করছে তারা। গুগল, এপল, ফেইসবুক এবং আমাজনের মত ব্যাপক বাজার শক্তি থাকা কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণের জন্য মৌলিক কিছু নিয়মাবলী প্রণয়ন করেছে সরকার। সরকারি কর্মকর্তারা বলছেন, ই-কমার্স এবং বিজ্ঞাপনের মাধ্যমে তথাকথিত "গাফা" এবং অন্যান্য উচ্চ প্রযুক্তির কোম্পানিগুলো ব্যবহারকারীর বিপুল পরিমাণ ব্যক্তিগত ডাটা বা উপাত্ত জমা করেছে। তারা বলছে, এর মাধ্যমে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত একক নিয়ন্ত্রণের পরিস্থিতির উদ্ভব ঘটতে পারে। নতুন পরিকল্পনার আওতায় বর্তমান ব্যবস্থা পর্যালোচনা করে ব্যক্তিগত উপাত্তের অযথার্থ ব্যবহারের জন্য শাস্তি নিশ্চিত করতে বিশ্বাসভঙ্গ আইন প্রয়Read More
**-------------**------------**