জাপানে রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪১
জাপানের একটি রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৪১ জন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে আটটার দিকে উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের রাজধানী সাপোরো’র হিরাগিশি জেলায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানতে পারেনি স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এটি সন্ত্রাসী হামলা কিনা তাও নিশ্চিত নয়।
জাপানি গণমাধ্যম জানায়, মারাত্মকভাবে বিধ্বস্ত ভবনটিতে আগুন জ্বলতে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। সেখান থেকে আহতদেরকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়।