নতুন বিধিমালা গ্রহণের মাধ্যমে কপ-২৪ সম্মেলনের সমাপ্তি
জাতিসংঘের জলবায়ু সংলাপে অংশগ্রহণকারী প্রতিনিধিরা এমন কিছু নিয়মাবলী বা বিধিমালা গ্রহণ করেছেন, যা তাদের ২০১৫ সালের প্যারিস চুক্তি বাস্তবায়নে সক্ষম করবে।
সর্বসম্মতভাবে বিধিগুলো গ্রহণের পর পোল্যান্ডের শহর কাতোভিতসে’তে আজ কপ-২৪ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা নিজেদের আলোচনা শেষ করেন।
নতুন এই বিধি অনুযায়ী উন্নয়নশীল দেশগুলো’সহ সকল সদস্য দেশকেই নিয়মিতভাবে গ্রীণহাউস গ্যাস নি:সরণ হ্রাসে তাদের নেয়া প্রচেষ্টার বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে। ২০২৪ সালের শেষ নাগাদ এ ধরণের প্রথম প্রতিবেদনটি দাখিল করতে হবে। এতে শিল্পোন্নত দেশগুলোর অবস্থান প্রতিফলিত হয়েছে।
অন্যদিকে, আরেকটি বিধির আওতায় উন্নয়নশীল দেশগুলোকে ঠিক কি পরিমাণ আর্থিক সাহায্য দেয়ার পরিকল্পনা উন্নত দেশগুলো করছে, সে সম্পর্কিত প্রতিবেদন জাতিসংঘের কাছে জমা দিতে হবে। প্রতি দু’বছর অন্তর এই প্রতিবেদন জমা দিতে হবে।
এছাড়াও, উন্নয়নশীল দেশগুলোকে ইতিমধ্যেই প্রদানে সম্মত হওয়া বার্ষিক ১০ হাজার কোটি ডলারের জলবায়ু তহবিলের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে কিনা, সে বিষয়টি ২০২০ সালে বিবেচনা করতে রাজী হয়েছেন অংশগ্রহণকারীরা।
সম্মেলন চলাকালে উত্থাপিত কিছু প্রতিবেদনে এই উদ্বেগও প্রকাশ করা হয়েছে যে বৈশ্বিক উষ্ণায়নের নেতিবাচক প্রভাব এড়াতে বর্তমানে নির্ধারিত গ্রীনহাউস গ্যাস নি:সরণের লক্ষ্যমাত্রা যথেষ্ট নয়। নতুন বিধির আলোকে সংশ্লিষ্ট দেশগুলো আরও জোরালো উষ্ণায়ন বিরোধী পদক্ষেপ নিতে পারবে কিনা, সেদিকেই এখন অনেকের নজর নিবদ্ধ রয়েছে।