• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ‘বড় টিম’ হওয়ার জন্য ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে মাশরাফি

    বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে এখন আর দুর্বল কোন দল নয় । বরং সাম্প্রতিক সময়ে দলীয় পারফরমেন্স দিয়ে শক্তিশালী দল হিসেবে তারা ক্রমান্বয়ে বিশ্ব ক্রিকেটকে জানান দিয়ে আসছে টাইগাররা । তবে ক্রিকেট পরাশক্তি হিসেবে নিজেদের পরিণত করতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে । আর এ জন্য দলের ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে বাংলাদেশের অনুপ্রেরণা-দায়ী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ।
    মাশরাফি চান ক্রিকেটের বড় দলগুলোর মত তার দলের ব্যাটসম্যানরাও নিজেদের ইনিংসগুলোকে বড় ইনিংসে উন্নীত করার মন্ত্র শিখে নিতে পারে ।
    ডাম্বুল্লায় প্রথম লঙ্কানদের বিপক্ষে প্রথম ওডিআই তে তামিম ইকবালের ১২৭ রানের ইনিংস বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর হিসেবে ৩২৪ রানের পাহাড় গড়ে দিতে সাহায্য করেছে। তামিমের এই লম্বা ইনিংস খেলার সময় সাকিব ও সাব্বির দুটি ঝরো ফিফটিও দারুণ সাহায্য করেছে।
    তামিম যদিও বাংলাদেশের ‘সেরা’ ব্যাটসম্যান তবুও তার ৫০ কে ১০০ তে উন্নীত করার হার বেশ করুণ । ৪২ টা ওডিআই ফিফটির বিপরীতে তামিমের শতক মাত্র ৮ টি। অন্যদিকে ৩৩ টা ফিফটির বিপরীতে সাকিবের আছে ৬ টি শতক। চারটি শতকের সঙ্গে মুশফিকের আছে ২৩ টি ফিফটি। তরুণ খেলোয়াড়দের মধ্যে সৌম্য সরকার ২১ ওডিআই ম্যাচে চার ফিফটির বিপরীতে মাত্র ১ টি শতক করেছেন।
    দেশের বাইরে খেলার জন্য ব্যাটিং আমাদের শক্তি উল্লেখ করে দলীয় অধিনায়ক মাশরাফি বলেছেন, বড় স্কোর করতে আমাদের ব্যাটসম্যানরা ৫০-৭০ রানের রান মার্ক পর করুক। এটাই এখন আমাদের জন্য শেখার সময় ।  সাব্বির মিস করলেও তামিম গত ম্যাচে শতক করেছে । যখন কেউ এমন বড় ইনিংস খেলে তখন ম্যাচ সহজ হয়ে যায়।
    মাশরাফি আরো বলেন, ম্যাচ শেষ করে আসাটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।খেলোয়ারদের বড় ইনিংস খেলার সামর্থ্য থাকলে প্রতিপক্ষের গড়ে দেয়া বড় স্কোর দলীয়ভাবে অতিক্রম করা সহজ হয়ে ওঠে।
    গত নিউজিল্যান্ড সিরিজ থেকেই বাংলাদেশের খেলোয়াড়রা কিছু কৌশলগত পরিবর্তন তাদের খেলায় যোগ করা শুরু করে।
    মাশরাফি জানান, দেশের মাটিতে সর্বশেষ ইংল্যান্ড সিরিজের পর থেকেই আমরা খেলোয়ারদের মধ্যে কিছু কৌশলগত টেকনিক নিয়ে কিছু কাজ করি। এরপর নিউজিল্যান্ড সিরিজে সেগুলো প্রয়োগ করা হলেও কিছু সুযোগ সৃষ্টি করা ছাড়া তেমন কিছু হয় নি। কিন্তু এখানে অামরা একটি টেস্ট ও ওয়ানডে ম্যাচ জিতে নিয়েছি। অন্তিমগুলোও বিদেশের মাটিতে জিততে সময় নেয়। আমরাও শিখছি। নিউজিল্যান্ডে হয়ত জিততে পারিনি কিন্তু সেই অভিজ্ঞতাগুলো আমাদের কাজে এসেছে।
    আগামীকাল একই ভেন্যুতে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে মুখোমুখি হবে মাশরাফি বাহিনী।

    জাপানে তুষার ধস : ৮ শিক্ষার্থী নিহত হওয়ার আশঙ্কা

    জাপানের উত্তর টোকিও এলাকার স্কি রিসোর্টে তুষার ধসের ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে উদ্ধারকারী দল। এর আগে প্রাথমিকভাবে জানানো হয়েছিল ৩ শিশু তুষার ধসের পর নিখোঁজ রয়েছে। সোমবার সকালে উত্তর টোকিওর নাসু অনসেন ফ্যামিলি স্কি রোসোর্টে এই দুর্ঘটনা ঘটে।
    জাপানের সংবাদ সংস্থা ‘কিয়োদো’র উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, ৮ শিশু নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু সংখ্যাটি আরো বেশি হতে পারে। উদ্ধারকারী দল এখনো সেখানে কাজ করছে।
    জাপানের একাধিক স্কুল থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা স্কি রিসোর্টটিতে এসেছিল। মোট ৫০ জন ধসের সময় রিসোর্টটিতে ছিল।
    এই ঘটনার পর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত দলের পক্ষ থেকে জানানো হয়, আরো কেউ নিখোঁজ রয়েছে কিনা, অথবা এই ঘটনায় আহত অবস্থায় আছে কিনা, তা খোঁজ করে দেখা হচ্ছে। বিবিসি।