• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • আবারো শীর্ষ ধনী বিল গেটস ট্রাম্পের পতন
    ফোর্বস সাময়িকীর সেরা ধনীদের তালিকায় আবারো শীর্ষস্থান দখল করেছেন টেক জায়ান্ট মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তবে ধনীদের তালিকায় নিজের অবস্থান থেকে ২০০ ধাপ পতন হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রভাবশালী সাময়িকীটি সোমবার বিশ্বের সেরা দুই হাজার ধনীর তালিকা প্রকাশ করেছে। ৮৬ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে এবার তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন বিল গেটস। গত চার বছর ধরেই তিনি তালিকার শীর্ষস্থানে রয়েছেন। তালিকার শীর্ষস্থানে থাকা ধনীদের মধ্যে বেশিরভাগই যুক্তরাষ্ট্রের নাগরিক। আর এর মধ্যে বেশিরভাগ ধনী ব্যক্তিই প্রযুক্তি বিষয়ক ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত। বিল গেটসের পরেই রয়েছেনÑ বিলিয়নিয়র ওয়ারেন বাফেট। তার সম্পদের পরিমাণ ৭৫.৬ বিলিয়ন ডলার। তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছেন অনলাইন ভিত্তিক পণ্য ক্রয়-বিক্রয়ের সবচেয়ে বড় মার্কেট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। গত বছরের তুলনায় ২৭.৬ বিলিয়ন ডলার সম্পদ বৃদ্ধি হয়ে তার সম্পদের মূল্যমান হয়েছে ৭২.৮ বিলিয়ন ডলার। এছাড়া ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তালিকার ৫ নম্বর এবং ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন রয়েছেন তালিকার সপ্তম অবস্থানে। ফোর্বস জানায়, তালিকায় থাকা ১৮৩ প্রযুক্তিবিষয়ক ব্যবসায়ীর সম্পদের মূল্যমান ১ ট্রিলিয়ন ডলার। বিলিয়নিয়রের তালিকায় ১৩ ভাগ নতুন সদস্য যোগ হওয়ায় এবার ধনীদের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৩ জন। সর্বোচ্চসংখ্যক ৫৬৫ বিলিয়নিয়র নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ৩১৯ জন বিলিয়নিয়র নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে চীন এবং ১১৪ জন বিলিয়নিয়র নিয়ে তালিকার তৃতীয় শীর্ষস্থানে রয়েছে জার্মানি।
    মুকুট ফিরে পেলেন সাকিব
    টেস্টে সেরা অল রাউন্ডারের লড়াইটা অশ্বিনের সঙ্গে ভালোই চলছে সাকিবের। টেস্টের সেরা অল রাউন্ডারের মুকুট হারিয়েছিলেন সাকিব ভারতের অশ্বিনের কাছে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিংয়ে  অশ্বিন টেস্ট রেটিং পয়েন্টে (৪৯৩) এতোটাই উপরে উঠেছিলেন যে, নিউজিল্যান্ড সফরে ক্রাইশ্চার্চে ডাবল সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্টে (৪৪৩) পেয়েও অশ্বিনের পেছনে ছিলেন সাকিব। তবে পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টে সেঞ্চুরি এবং ৬ উইকেটে (২ ইনিংস মিলে) টেস্ট অল রাউন্ডারের মুকুট ফিরে পেয়েছেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে ভারতের অশ্বিনের সর্বশেষ রেটিং যেখানে ৪০৮, সেখানে দুর্দান্ত অল রাউন্ড পারফরমেন্সে সাকিবের  সর্বশেষ রেটিং পয়েন্ট ৪৩১। এক সঙ্গে তিন ফরমেটের ক্রিকেটে সেরা অল রাউন্ডারের মুকুট লম্বা সময় মাথায় ছিল তার। সম্প্রতি টেস্ট অল রাউন্ডারের মুকুট হারিয়ে আবারো তা পুনরুদ্ধারে নতুন উচ্চতায় উঠে এলেন সাকিব। ওয়ানডে,টি-২০ এবং টেস্ট তিন ফরমেটের ক্রিকেটে এক সঙ্গে সেরা অল রাউন্ডারের মুকুট মাথায় উঠল আবারো সাকিবের।
    শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে সিরিজ সেরা সাকিবের পারফরমেন্সে ব্যাটিং এবং বোলিং র‌্যাঙ্কিংয়েও সাকিবের অবস্থানের উন্নতি ঘটিয়েছে। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ উপরে উঠে সাকিবের অবস্থান এখন ২১তম। টেস্টে ক্যারিয়ার সেরা ৬৭৬ রেটিং পয়েন্টে অবস্থান করছেন তিনি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেখানে ১ ধাপ উন্নতি হয়ে ১৭তম অবস্থানে এখন সাকিব (৬৩৮ পয়েন্ট)।
    শ্রীলঙ্কা সফরে টেস্ট পারফরমেন্সে ৯ ধাপ এগিয়ে ২৪ নম্বরে রয়েছেন তামিম ইকবাল। আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তার রেটিং পয়েন্ট এখন ৬৫৪। একধাপ এগিয়ে ২৮ নম্বরে জায়গা করে নিয়েছেন মুশফিক। তার রেটিং পয়েন্ট এখন ৬৪৪। বাংলাদেশের শততম টেস্টে দুর্দান্ত এক স্পেলে (৭-১-২৪-৩) শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দেয়া বাঁ হাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান টেস্টে বোলারদের র‌্যাকিংয়ে ২০ ধাপ লাফিয়ে এখন অবস্থান করছেন ৪৭ নম্বরে। ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট (৩৬০) পেয়েছেন তিনি।
    টেস্ট এ ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন যথারীতি অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। ক্যারিয়ার সেরা রেটিং (৯৪১) পয়েন্ট পেয়েছেন তিনি। রাঁচি টেস্টে ডাবল সেঞ্চুরিতে ভারতের টপ অর্ডার চেতশ্বর পুজারা ৪ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ২ নম্বরে। ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট ( ৮৬১)অর্জন করেছেন তিনি  বোলারদের র‌্যাঙ্কিংয়ে অবস্থান নড়চড় হয়নি, ভারতের বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ক্যারিয়ার সেরাপ ৮৯৯ পয়েন্ট নিয়ে আছেন র‌্যাকিংয়ে সেরা অবস্থানে। তার পেছনে আছেন অশ্বিন (৮৬২)। এক ধাপ নীচে নেমে ৩ নম্বরে অবস্থান করছেন এখন শ্রীলঙ্কা অধিনায়ক রঙ্গনা হেরাথ (৮৫৪)