জ্বালানি–কোষ গাড়ি নিয়ে এলো হোন্দা
এক দফা চার্জেই আগের চেয়ে ৩০ শতাংশ বেশি চলতে সক্ষম এমন নতুন জ্বালানি-কোষ গাড়ি বাজারে নিয়ে এসেছে হোন্দা।
জ্বালানি-কোষ গাড়ি বিদ্যুতেই চলে যা উৎপাদিত হয় স্টোরেজ ট্যাংকে রাখা হাইড্রজেনের সাথে বাতাস থেকে নেয়া অক্সিজেন মিশ্রিত করে। পেছনের পাইপ থেকে নিসৃত হবে কেবলমাত্র পানি।
হোন্দা প্রকৌশলীরা বলছেন নতুন মডেলটি একবার ট্যাংক পূর্ণ করলে গাড়ি ৭৫০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম। তারা বিদ্যুত উৎপাদন সিস্টেমকে সংক্ষিপ্ত করেছেন যাতে গাড়িতে ৫ জন যাত্রী অনায়াসে বসতে পারেন।
গাড়িটির দাম পড়ছে ৬৭,০০০ ডলার।
হোন্দা আপাতত এটিকে দেশের অভ্যন্তরীণ কোম্পানি এবং স্থানীয় সরকার গুলোর কাছে বিক্রির জন্যে প্রস্তাব করছে, পরবর্তীতে তা সাধারণ গ্রাহকদের জন্যেও উন্মুক্ত হবে।
হোন্দা প্রেসিডেন্ট তাকাহিরো হাচিকো বলেছেন এই মডেল বিশ্ব উষ্ণায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় ভুমিকা রাখবে।
বিশ্লেষকরা বলছেন জ্বালানি-কোষ গাড়ির ব্যবহার সম্প্রসারণ নির্ভর করছে গাড়ির দাম এবং কতটা সাশ্রয়ী হচ্ছে তার উপর। তা ছাড়াও এ ধরনের গাড়ির জন্যে আরো হাইড্রজেন স্টেশন নির্মানের প্রয়োজনীয়তা রয়েছে।