Posted by admin on March 23
Posted in Uncategorized
তাসকিনের নিষেধাজ্ঞা বহাল রাখলো আইসিসি

রিভিউয়ের পরেও তাসকিন আহমেদের নিষেধাজ্ঞা বহাল রেখেছে আইসিসি। নিজের অ্যাকশনের পুনঃপরীক্ষার পরে অ্যাকশন ‘সংশোধন’ এর পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন এই ফাস্ট বোলার।
এর আগে জানা গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপিলের সুবাদে আইসিসি তার সিদ্ধান্ত আজ সকাল বেলায় প্রত্যাহার করতে যাচ্ছে বলে বিশ্বস্ত কিছু সূত্র জানিয়ে ছিল ইত্তেফাককে। গতকালই আইসিসির টেকনিক্যাল কমিটি, জুডিশিয়াল কমিশন এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে শুনানিতে অংশ নিতে ব্যাঙ্গালুরুতে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে অনুষ্ঠিত শুনানি শেষে পাপনকে আইসিসি তার মনোভাব জানালেও সিদ্ধান্ত প্রকাশ করেনি। বুধবার সকালে আইসিসি জানিয়েছে আইসিসির জুডিশিয়াল কমিশনার রিভিউয়ের পরে পূর্ববর্তী নিষেধাজ্ঞা বহাল রেখেছে।
গত ৯ মার্চ ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের দুই বোলার আরফাত সানি ও তাসকিনের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে রায় দেন ম্যাচের কর্মকর্তারা। তাদের রিপোর্টের পর আরাফাত সানি ১২ মার্চ ও তাসকিন ১৫ মার্চ নিকটস্থ চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে অ্যাকশনের পরীক্ষা দেন। ১৯ মার্চ আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে বাংলাদেশের দুই বোলার আরাফাত সানি ও তাসকিন আহমেদকে সব ধরনের বোলিং থেকে নিষিদ্ধ করেছে তারা। আইসিসি বলেছে, চেন্নাইয়ে অনুষ্ঠিত পরীক্ষায় আরাফাত সানির প্রায় সব ডেলিভারি বৈধ সীমার ওপরে বলে দেখা গেছে। তাসকিনের ক্ষেত্রে কিছু কিছু ডেলিভারি অবৈধ বলে জানিয়েছে আইসিসি।