বাংলাদেশের ‘মিনি ফাইনাল’ আজ

সুপার টেনে উঠতে হলে ওমানের বিরুদ্ধে আজ জিততেই হবে বাংলাদেশকে। তবে বৃষ্টি অথবা অন্য কোনো কারণে ম্যাচটি যদি পরিত্যক্ত হয়ে যায়, তাহলে রান রেটে এগিয়ে থাকার সুবাদে পরের রাউন্ডে উঠে যাবে মাশরাফিরা। বাংলাদেশ ও ওমানের রানরেট যথাক্রমে +০.৪০০ এবং +০.২৮৩।
বাংলাদেশ ও ওমানের মধ্যে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচটি তাই অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। ভারতের ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৮টায়। টি-টোয়েন্টি ক্রিকেটে এবারই প্রথম দেখা হচ্ছে বাংলাদেশ ও ওমানের। উভয় দলই তাদের প্রথম লড়াইকে স্মরণীয় করে রাখতে আজ জেতার জন্য মরিয়া হয়ে লড়বে। জয়ের তাগাদা ওমানের দিক থেকেও কম নয়। কারণ আজ বাংলাদেশকে হারাতে পারলে সুপার টেনের টিকেট জুটবে তাদেরই ভাগ্যে। বিশ্বকাপে প্রথম আবির্ভাবে এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইবে না ওমান।
‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ওমান উভয়েরই পয়েন্ট ৩। প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে। ওমান তাদের বিশ্বকাপ মিশনকে স্মরণীয় করে রেখেছে অভিষেক ম্যাচে আয়ারল্যান্ডকে পরাজিত করে। ওমান ও নেদারল্যান্ডস এবং বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচ দু’টি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গিয়েছে। ফলে পরিত্যক্ত ম্যাচ থেকে চারটি দলই এক পয়েন্ট করে পেয়েছে। ‘এ’ গ্রুপে ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড। আজ ধর্মশালায় এ দু’টি দলের লড়াই তাই নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বেশ দাপুটে সূচনা করেছিল বাংলাদেশ। ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আগ পর্যন্ত তামিম ও সৌম্য সরকারের ব্যাটিংয়ে ভর দিয়ে মাত্র ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৪ রান করেছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি ১২ ওভারে নামিয়ে আনা হয়। বৃষ্টি বাগড়া না দিলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অনায়াসেই জিততে পারতো বাংলাদেশ। তাহলে আজ ওমানের ম্যাচটি নিয়ে বাড়তি দুঃশ্চিন্তা করতে হতো না ।
বৃষ্টির পাশাপাশি আইসিসিকে নিয়েও বেকায়দায় আছে বাংলাদেশ। তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে আইসিসি, যা বাংলাদেশের খেলোয়াড়দের মনের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। এ দুই বোলারকে সাতদিন সময় দেয়া হয়েছে। এসময়ের মধ্যে ভারতের বেঙ্গালোো একটি পরীক্ষাগারে গিয়ে তাসকিন ও সানিকে প্রমাণ করতে হবে যে তাদের বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত।
কয়েকজনের ইনজুরি নিয়েও সমস্যায় আছে বাংলাদেশ। বেশ ভালো রকম ইনজুরিতেই ভুগছেন টিমের বোলিং সেনসেশন মুস্তাফিজ। সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ হলো, মুস্তাফিজ আজও খেলছেন না। বোলিং কোচ হিথ স্ট্রিক গতকাল এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সাকিব ও মাশরাফির অবস্থা এখন বিপদমুক্ত বলেই জানা গেছে। সাকিব, মুশফিকের মত সিনিয়র ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না। এ নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন কোচ হাতুরুসিংহে।