• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • প্যারিস হামলা: গাড়িতে পাওয়া গেল জঙ্গিদের অস্ত্র

    প্যারিসে সন্ত্রাসী হামলায় ব্যবহার করা বেশ কয়েকটি অস্ত্র খুঁজে পেয়েছে পুলিশ। শহরতলি থেকে জব্দ করা গাড়ি থেকে অন্তত তিনটি কালাশনিকভ রাইফেল পাওয়া গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এই গাড়িতে চড়েই হামলাকারীদের কয়েক জন পালিয়েছে।
    পুলিশ জানিয়েছে, রেস্টুরেন্টে হামলার জন্য এই গাড়িটি ব্যবহার করেছিল জঙ্গিরা।হামলার পর গাড়িটিতে চড়ে তারা প্যারিস ছাড়ে। আরো উত্তরে বেলজিয়ামের অভিমুখে তারা পালানোর চেষ্টা করে থাকতে পারেন।
    এর আগে নিহত সাত হামলাকারীর মধ্যে একজনের পরিচয় প্রকাশ করে পুলিশ। ফরাসী নাগরিক ওই হামলাকারীর নাম ইসমাইল মোস্তাফেই। তার সঙ্গে ঘনিষ্ঠ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

    স্থানীয় সময় শুক্রবার রাতে প্যারিসে হামলায় এখন পর্যন্ত ১২৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। শহরের ছয়টি গুরুত্বপূর্ণ যায়গায় বোমা, গুলি ও আত্মঘাতী বিস্ফোরণে আরো প্রায় সাড়ে তিনশ মানুষ আহত হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

    জাপান বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    গত ৮ই নভেম্বর রোববার টোকিওর ওজির অভিজাত হকতপিয়া কাইকান সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাপান শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, জাপান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জাল হোসেনের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক নুর খান রনির পরিচালনায় আলোচনা সভায় বক্তবো রাখেন জাপানর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মীর রেজাউল করিম রেজা,সহ সভাপতি আলমগীর হোসেন মিঠু,জাপান বিএনপির উপদেষ্টা কাজী এনামুল হক , দফতর সম্পাদক ফয়সাল সালাউদ্দিন।কোষাধ্যক্ষ,আনোয়ার হোসেন,বিএনপি নেতা,জসিম উদ্দিন
    যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন,,সাধারন সম্পাদক তৌহিদুল আলাম (রিপন), যুগ্ন-সম্পাদক জুয়েল পাঠান, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের।
    ছাত্রদলের সভাপতি কাজী সাদেকুল হায়দার (বাবলু), সাধারণ সম্পাদক,মোজাহিদুল ইসলাম জুয়েল
    সহ-সভাপতি কে এম সাফি রায়হান, যুগ্ন-সম্পাদক রাজিব জামান, তাওহীদ হেলাল,রাজীব আহসান
    স্বেচ্ছাসেবক দলের সভাপতি হায়দার হোসেন , সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান জনি,
    জাপান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জাল হোসেন তার বক্তবে বলেন
    ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতা’র বিপ্লব -এর এক মহান অভুত্থানের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্ত করে আনেন জিয়াউর রহমান-কে, ফিরিয়ে আনেন সেনাবাহিনীর ভেংগেপড়া চেইন ইন কমান্ড, রক্তস্তূপ থেকে ফিরিয়ে আনেন বিশৃংখলীত বংগভবণ-এর শৃংখলা, আতংকিত দেশবাসীকে উপহার দেন শান্তিপূর্ণ পরিবেশ, কর্ণেল তাহের,মেজর জলিল-এর পৌষ্য জাসদ গণ-বাহিনীর প্রধাণ হাসানুল হক ইনু সেদিন জিয়াউর রহমানকে বলেছিলেন স্যার,আপনিই আমাদের “ত্রার্ণকর্তা”
    ভারপ্রাপ্ত সভাপতি আরো বলেন দলের এই দুর্দিনে সকল কে এক সাথে থেকে আগামী দিনের যেকোনো আন্দোলন সংগ্রাম এ ঝাপিয়ে পড়ার আহবান জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।