জাপান বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গত ৮ই নভেম্বর রোববার টোকিওর ওজির অভিজাত হকতপিয়া কাইকান সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাপান শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, জাপান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জাল হোসেনের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক নুর খান রনির পরিচালনায় আলোচনা সভায় বক্তবো রাখেন জাপানর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মীর রেজাউল করিম রেজা,সহ সভাপতি আলমগীর হোসেন মিঠু,জাপান বিএনপির উপদেষ্টা কাজী এনামুল হক , দফতর সম্পাদক ফয়সাল সালাউদ্দিন।কোষাধ্যক্ষ,আনোয়ার হোসেন,বিএনপি নেতা,জসিম উদ্দিন
যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন,,সাধারন সম্পাদক তৌহিদুল আলাম (রিপন), যুগ্ন-সম্পাদক জুয়েল পাঠান, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের।
ছাত্রদলের সভাপতি কাজী সাদেকুল হায়দার (বাবলু), সাধারণ সম্পাদক,মোজাহিদুল ইসলাম জুয়েল
সহ-সভাপতি কে এম সাফি রায়হান, যুগ্ন-সম্পাদক রাজিব জামান, তাওহীদ হেলাল,রাজীব আহসান
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হায়দার হোসেন , সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান জনি,
জাপান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জাল হোসেন তার বক্তবে বলেন
১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতা’র বিপ্লব -এর এক মহান অভুত্থানের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্ত করে আনেন জিয়াউর রহমান-কে, ফিরিয়ে আনেন সেনাবাহিনীর ভেংগেপড়া চেইন ইন কমান্ড, রক্তস্তূপ থেকে ফিরিয়ে আনেন বিশৃংখলীত বংগভবণ-এর শৃংখলা, আতংকিত দেশবাসীকে উপহার দেন শান্তিপূর্ণ পরিবেশ, কর্ণেল তাহের,মেজর জলিল-এর পৌষ্য জাসদ গণ-বাহিনীর প্রধাণ হাসানুল হক ইনু সেদিন জিয়াউর রহমানকে বলেছিলেন স্যার,আপনিই আমাদের “ত্রার্ণকর্তা”
ভারপ্রাপ্ত সভাপতি আরো বলেন দলের এই দুর্দিনে সকল কে এক সাথে থেকে আগামী দিনের যেকোনো আন্দোলন সংগ্রাম এ ঝাপিয়ে পড়ার আহবান জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।