প্যারিস হামলা: গাড়িতে পাওয়া গেল জঙ্গিদের অস্ত্র

প্যারিসে সন্ত্রাসী হামলায় ব্যবহার করা বেশ কয়েকটি অস্ত্র খুঁজে পেয়েছে পুলিশ। শহরতলি থেকে জব্দ করা গাড়ি থেকে অন্তত তিনটি কালাশনিকভ রাইফেল পাওয়া গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এই গাড়িতে চড়েই হামলাকারীদের কয়েক জন পালিয়েছে।
পুলিশ জানিয়েছে, রেস্টুরেন্টে হামলার জন্য এই গাড়িটি ব্যবহার করেছিল জঙ্গিরা।হামলার পর গাড়িটিতে চড়ে তারা প্যারিস ছাড়ে। আরো উত্তরে বেলজিয়ামের অভিমুখে তারা পালানোর চেষ্টা করে থাকতে পারেন।
এর আগে নিহত সাত হামলাকারীর মধ্যে একজনের পরিচয় প্রকাশ করে পুলিশ। ফরাসী নাগরিক ওই হামলাকারীর নাম ইসমাইল মোস্তাফেই। তার সঙ্গে ঘনিষ্ঠ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাতে প্যারিসে হামলায় এখন পর্যন্ত ১২৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। শহরের ছয়টি গুরুত্বপূর্ণ যায়গায় বোমা, গুলি ও আত্মঘাতী বিস্ফোরণে আরো প্রায় সাড়ে তিনশ মানুষ আহত হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।