• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • এলিয়ন খুঁজতে নাসার ‘কেমিক্যাল ল্যাপটপ’

    পৃথিবীর বাইরে এলিয়নদের উপস্থিতির খোঁজে সহায়তায় ‘কেমিক্যাল ল্যাপটপ’ এনেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এটি একটি পরিবহনযোগ্য রাসায়নিক ল্যাব যা নাসার ভবিষ্যত রোভারগুলোতে যুক্ত করা হবে।

    নাসার ভাষ্যমতে, জীবের অস্তিত্ব আছে এমন অণু সন্ধান করাই কেমিক্যাল ল্যাপটপের একমাত্র উদ্দেশ্য। বিশেষ করে আমিষ আর কোষঝিল্লির প্রধান উপাদান অ্যামাইনো এসিড আর ফ্যাটি এসিড খোঁজার জন্য বানানো হয়েছে এটি।

    মঙ্গল আর পৃথিবীর বাইরের অন্যান্য স্থানে পাওয়া নমুনাকে বিশ্লেষণের আগে পানিতে দ্রবীভূত করতে হবে। এই কেমিক্যাল ল্যাপটপটি অনেকটা এসপ্রেসো মেশিনের মতো, যা নমুনাগুলো উত্তপ্ত করে পানিতে দ্রবীভূত করে। সেখানে রঞ্জক পদার্থ আর অন্যান্য রাসায়নিক পদার্থগুলো কোনো নমুনায় জীবের অণু পাওয়া গেলে তা শনাক্ত করতে পারবে। অ্যামাইনো এসিড ও ফ্যাটি এসিড শনাক্ত ছাড়াও তা কোনো জীব থেকে এসেছে কি না তাও নির্ণয় করা যাবে।

    নির্দিষ্ট এক অ্যামাইনো এসিড বাম বা ডানদিকধারী হয়ে থাকে। দুই ক্ষেত্রে শারীরিক গঠন সম্পূর্ণ এক হলেও, একটি আরেকটির আয়নার প্রতিচ্ছবি হয়ে থাকে। পৃথিবীতে জীবের দেহে প্রায় সবক্ষেত্রেই এটি বামদিকধারী হয়। তবে, এক্ষেত্রেও ব্যতিক্রমও হতে পারে। তবে, সম্ভাব্য বিষয়টি হচ্ছে, জীবের ক্ষেত্রে দুটির মিশ্রণ থাকার সম্ভাবনা নেই। তাই, যদি ভিনগ্রহের অ্যামাইনো এসিডে দুইয়ের মিশ্রণ পাওয়া যায়, তবে তা জীবের নয় বলে ধরা যাবে। কেমিক্যাল ল্যাপটপে কিছু রঞ্জক পদার্থ রয়েছে যা শুধু বাম বা ডানদিকধারী এসিড নিয়ে কাজ করতে পারবে। এর মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবেন গবেষকরা। সূত্র: দ্য ভার্জ।

    ৮০ শতাংশ জাপানি মনে করেন প্যারিসের মতো হামলা জাপানেও ঘটতে পারে

    প্রায় ৮০ শতাংশ জাপানি এই ভেবে শংকিত যে প্যারিসের মত সন্ত্রাসী হামলা জাপানেও হওয়া সম্ভব, রোববার কিয়োদো নিউজের এক জরিপে এ কথা জানা যায়।

    জরিপে আরও দেখা গেছে প্রধানমন্ত্রী শিনজো আবে’র মন্ত্রীসভার প্রতি জনসমর্থন ৪৪.৮ শতাংশ থেকে বেড়ে ৪৮.৩ শতাংশে দাঁড়িয়েছে। অপরদিকে ৪০.৪ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা মন্ত্রীসভাকে সমর্থন করতে পারছেন না, এই হারও আগের থেকে কমে গেছে। আগে অসমর্থনের হার ছিলো ৪১.২ শতাংশ।

    নভেম্বরের ১৩ তারিখ প্যারিস হামলা ইসলামিক স্টেট সংঘটিত করেছে বলে দাবি করা হয়। ৭৯.৭ উত্তরদাতা বলেছেন তাদের বিশ্বাস অনুরূপ ভয়ানক হামলা জাপানেও হতে পারে।