৮০ শতাংশ জাপানি মনে করেন প্যারিসের মতো হামলা জাপানেও ঘটতে পারে

প্রায় ৮০ শতাংশ জাপানি এই ভেবে শংকিত যে প্যারিসের মত সন্ত্রাসী হামলা জাপানেও হওয়া সম্ভব, রোববার কিয়োদো নিউজের এক জরিপে এ কথা জানা যায়।

জরিপে আরও দেখা গেছে প্রধানমন্ত্রী শিনজো আবে’র মন্ত্রীসভার প্রতি জনসমর্থন ৪৪.৮ শতাংশ থেকে বেড়ে ৪৮.৩ শতাংশে দাঁড়িয়েছে। অপরদিকে ৪০.৪ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা মন্ত্রীসভাকে সমর্থন করতে পারছেন না, এই হারও আগের থেকে কমে গেছে। আগে অসমর্থনের হার ছিলো ৪১.২ শতাংশ।

নভেম্বরের ১৩ তারিখ প্যারিস হামলা ইসলামিক স্টেট সংঘটিত করেছে বলে দাবি করা হয়। ৭৯.৭ উত্তরদাতা বলেছেন তাদের বিশ্বাস অনুরূপ ভয়ানক হামলা জাপানেও হতে পারে।