• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • পদদলনে ইরানিরা দায়ী: সৌদি গণমাধ্যম

    সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতের ঘটনায় ইরান সৌদি সরকারের অব্যবস্থাপনাকে দোষারোপ করার পর এবার সৌদি গণমাধ্যম ইরানের হাজিদের দোষারোপ করেছে। দৈনিক আশরাক আল আসওয়াতের বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই কথা দাবি করা হয়েছে।
    প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০০ ইরানির একটি দল নির্দেশনা না মেনে ভুল সড়কে গেলে অতিরিক্ত চাপে পদদলনের এই ঘটনা ঘটে।
    ইরানি হজযাত্রীদের তত্ত্বাবধানে থাকা এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, প্রায় তিনশ ইরানির ঐ দলটি নিয়ম না মেনে মুজদালিফা থেকে জামারাতের দিকে অগ্রসর হয়। মুজদালিফা থেকে তাদের নিজেদের ক্যাম্পে ফিরে যেতে বলা হলেও তারা আগে পাথর নিক্ষেপ করার জন্য জামারাতের দিকে অগ্রসর হতে থাকে। এরপর তারা আবার উল্টো পথে ২০৪ নম্বর সড়ক ধরে এগোতে থাকলে হজযাত্রীদের আরেকটি দলের সামনে পড়লে হুড়োহুড়ি শুরু হয়ে পদদলের ঘটনা ঘটে।
    কয়েকটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, জামারাতের টানেলে থাকা ক্যামেরার ছবির মাধ্যমে এটা আরো সুস্পষ্ট করা সম্ভব যে, ইরানের হাজিরা জামারাতের দিকে যাওয়ার কারণে এই পদদলনের ঘটনা ঘটেছে।
    গত বৃহস্পতিবার হজের আনুষ্ঠানিকতার মধ্যে মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ঘটনায় এ পর্যন্ত ৭৬৯ জন নিহত ও ৯৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি সরকার।

    জাপান সহ চারটি দেশ এক বছরের মধ্যে জাতিসংঘ সংস্কারের সুনির্দিষ্ট ফলাফলের অঙ্গীকার করলো

    জাপান, ব্রাজিল, জার্মানি এবং ভারত আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে জাতিসংঘ সংস্কারের সুনির্দিষ্ট ফলাফল বের করে আনার অঙ্গীকার ব্যক্ত করেছে। চারটি দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য হতে ইচ্ছুক।

    বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান দ্বন্দ্ব ও সংকট মোকাবেলায় একটি “আরো প্রতিনিধি সমৃদ্ধ, বৈধ এবং কার্যকর” কাউন্সিল গঠনের প্রয়োজন -কথিত ৪ জাতি গ্রুপের একটি যৌথ বিবৃতিতে বলা হয়। নিউ ইয়র্কে তারা এক বৈঠকে মিলিত হওয়ার পর এই বিবৃতি প্রদান করেন।

    একটি সম্প্রসারিত এবং সংস্কারকৃত কাউন্সিলে জি-৪ দেশ গুলো “স্থায়ী সদস্যপদের জন্য বৈধ প্রার্থী”, নেতৃবৃন্দ জোর দিয়ে “সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে সুনির্দিষ্ট ফলাফল নিশ্চিত করতে তাদের প্রচেষ্টা দ্বিগুন করার সংকল্প ব্যক্ত করেন” বিবৃতিতে উল্লেখ করা হয়।

    জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রউসেফ, জার্মান চ্যান্সেলার এঞ্জেলা মার্কেল এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১ বছরের মধ্যে অনুষ্ঠিত প্রথম বৈঠকে যোগ দেন।

    এ বছর প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপন করছে জাতিসংঘ, চারটি দেশ স্থায়ী এবং অস্থায়ী সদস্যের সংখ্যা বৃদ্ধির জন্যে আহ্বান জানিয়ে আসছে। তাদের মতে, বর্ধিত সদস্যের কাউন্সিল একাবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক চাহিদা ও বাস্তবতাকে অপেক্ষাকৃত আরো ভালো ভাবে উপস্থাপন করতে পারবে।

    বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে স্থায়ী ৫টি সদস্য দেশ- ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং আমেরিকা।

    জি-৪ নেতারা তাদের বক্তব্যে বলেন ২০০৫ সাল থেকে এ ব্যাপারে তেমন কোনো অগ্রগতি হয়নি, ২০০৫ সালে সকল দেশের নেতৃবৃন্দ সম্মিলিত ভাবে জাতিসংঘকে সার্বিকভাবে দ্রুততর সংস্কারের বিষয়ে একমত পোষণ করেছিলেন।

    তারা আফ্রিকা’র স্থায়ী এবং অস্থায়ী সদস্যের প্রতিনিধিত্ব করার পক্ষে সমর্থন দেন এবং গড়ে ওঠা ছোট ছোট দ্বীপ রাষ্ট্র সহ ছোট ও মাঝারি আকারের দেশ গুলোর পর্যাপ্ত ও অব্যাহত প্রতিনিধিত্বের উপর গুরুত্ব আরোপ করেন।