• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • এবছর সৌদিতে উট কোরবানি নিষিদ্ধ

    সৌদি আরব এ বছরের হজের সময় উট কোরবানি নিষিদ্ধ করেছে। মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছু লোক মারা যাওয়ার প্রেক্ষিতে শুক্রবার এই ঘোষণা দেয়া হয়। এই ভাইরাস বিস্তারের সঙ্গে উটের সম্পর্ক রয়েছে। খবর- এএফপির।
    সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটির এক বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, পবিত্র মক্কা ও মদিনা নগরীতে এবছর উট কোরবানি করতে দেয়া হবে না। শুধু ভেড়া ও গরু জবাইয়ের অনুমতি রয়েছে।

    বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসলিম হজ পালন করতে মক্কা শরীরে আসতে শুরু করেছেন। আগামী ২১ সেপ্টেম্বর হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।

    কমিটি জানায়, ‘প্রাণঘাতী ভাইরাসটির কারণে জরুরি পদক্ষেপ হিসেবে ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি পবিত্র স্থানগুলোতে উট কোরবানি না দেয়ার নির্দেশ দিয়েছে।’

    হজ পালনের অংশ হিসেবে হাজিরা পশু জবাই করে অভাবীদের মাঝে মাংস বিতরণ করেন। বিশ্বের ২০টির বেশি দেশে মার্স ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে সৌদি আরব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, নতুন করে তিন জনের দেহে মার্স ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এই নিয়ে ২০১২ সালে দেশটিতে মার্স ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে ১ হাজার ২৩১ জনের দেহে রোগটির সংক্রমণ ঘটল।

    জাপানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

    গত ৬ সেপ্টেম্বর রোববার টোকিওর হিগাশি জুজো কাইকানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাপান শাখার উদ্যোগে দলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাপান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জাল হোসেনের সভাপতিত্বে ও দফতর সম্পাদক ফয়সাল সালাউদ্দিন ও সহ- সাংগঠনিক সম্পাদক নুর খান রনি, পরিচালনায় আলোচনা সভায় বক্তবো রাখেন জাপানর বিএনপির সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা, সহ সভাপতি আলমগীর হোসেন মিঠু, উপদেষ্টা কাজী এনামুল হক, এমদাদুল হক মনি, কাজী আসগর সানি, দেলোয়ার হোসেন, মাসুদ রানা, নজরুল ইসলাম রনি, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, তৌহিদুল আলাম (রিপন), জুয়েল পাঠান, কাজী সাদেকুল হায়দার (বাবলু), মোজাহিদুল ইসলাম জুয়েল, কে এম সাফি রায়হান, রাজিব জামান, কাওসার খান, তাওহীদ হেলাল, হায়দার হোসেন, রবিউল আলাম সাব্বির, মোস্তাফিজুর রহমান জনি, জামান মাসুম, আপন মিয়া, এ টি এম জামাল প্রমুখ।