• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ইসলাম গ্রহণ করেছেন জ্যানেট জ্যাকসন!

    মার্কিন গায়িকা ও মাইকেল জ্যাকসনের বোন জ্যানেট জ্যাকসন ইসলাম ধর্মের অনুসারী হয়েছেন বলে শোনা যাচ্ছে। ২০১২ সালে কাতারের মুসলমান শিল্পপতি ওয়াসাম আল মানাকে বিয়ে করেন তিনি।
    গুঞ্জন উঠেছে, বিয়ের পরই তিনি ইসলাম ধর্মের অনুসারী হন। এরপর থেকেই কনসার্টে খোলামেলা পোশাক পরিধান এবং আবেদনময়ী নাচের ভঙ্গিও কমিয়ে দেন।
    এক সূত্রটি ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান পত্রিকাকে বলেছে, নতুন ধর্মের মধ্যে জ্যানেট যেন আপন ঘর খুঁজে পেয়েছেন। তিনি এরই মধ্যে তার পরিবার ও বন্ধুদের জানিয়েছেন। তারা সবাই জ্যানেটের সিদ্ধান্তকে সম্মান করেছেন।
    সূত্রটি আরো জানিয়েছেন, জ্যানেট অনেকটা সময় ধরে ইসলাম এবং অনুসারীদের নিয়ে পড়াশোনায় ব্যয় করেছেন। অশালীন ভঙ্গীতে নাচ ও যৌনাবেদনময় গানের কথা এখন তার জন্য অতীতের বিষয়।

    জাপানে জাতীয় নিরাপত্তা বিল আইনে পরিণত

    জাপানের ডায়েট জাতীয় নিরাপত্তা বিলকে কার্যকর করেছে। ঐতিহাসিক এই পরিবর্তনের ফলে কয়েক দশক ধরে চলা দেশের নিরাপত্তা নীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে।

    উচ্চকক্ষের আইনপ্রণেতারা দেশের সেলফ ডিফেন্স ফোর্সের সম্প্রসারিত ভূমিকার সাথে সম্পৃক্ত কয়েকটি বিলের সমন্বয়ে গঠিত বিলটি পাস করেছে, যার মাধ্যমে দেশে সমষ্টিগত আত্মরক্ষার পথ উন্মুক্ত হলো।

    প্রধানমন্ত্রী শিনজো আবে’র ক্ষমতাসীন জোট উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ। তিনটি ছোট ছোট বিরোধীদলও প্রস্তাবটিকে সমর্থন দিয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষে ইতিমধ্যেই বিলটিকে অনুমোদন করেছে।

    বিরোধী আইনপ্রণেতারা ভীষণভাবে আইনটির বিরোধীতা করেন এবং বলেন এ নিয়ে আরো বিতর্কের অবকাশ রয়েছে। কেউ কেউ দাবি করেন বিলটি অসাংবিধানিক এবং এর ফলে জাপানের বিদেশের যুদ্ধে জড়িয়ে যাওয়ার শংকা রয়েছে।

    তারা বিভিন্ন কৌশলে বিলটি পাস করা বিলম্বিত করার চেষ্টা করেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এবং নিন্দা প্রস্তাব ইত্যাদি। গোপন ব্যালটে এসব বিলের উপর ভোট গ্রহণের সময় বিরোধী আইনপ্রণেতাদের অনেকেই ইচ্ছেকৃত ভাবে শম্বুক গতিতে ব্যালট প্রদানের জন্যে হাঁটেন, যাতে এভাবেও কিছুটা সময় ক্ষেপণ যায়

    কিন্তু এতো কিছু সত্বও বিরোধীরা বিলটিকে আইনে পরিণত হওয়া ঠেকাতে পারেননি।