পদদলনে ইরানিরা দায়ী: সৌদি গণমাধ্যম
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতের ঘটনায় ইরান সৌদি সরকারের অব্যবস্থাপনাকে দোষারোপ করার পর এবার সৌদি গণমাধ্যম ইরানের হাজিদের দোষারোপ করেছে। দৈনিক আশরাক আল আসওয়াতের বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই কথা দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০০ ইরানির একটি দল নির্দেশনা না মেনে ভুল সড়কে গেলে অতিরিক্ত চাপে পদদলনের এই ঘটনা ঘটে।
ইরানি হজযাত্রীদের তত্ত্বাবধানে থাকা এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, প্রায় তিনশ ইরানির ঐ দলটি নিয়ম না মেনে মুজদালিফা থেকে জামারাতের দিকে অগ্রসর হয়। মুজদালিফা থেকে তাদের নিজেদের ক্যাম্পে ফিরে যেতে বলা হলেও তারা আগে পাথর নিক্ষেপ করার জন্য জামারাতের দিকে অগ্রসর হতে থাকে। এরপর তারা আবার উল্টো পথে ২০৪ নম্বর সড়ক ধরে এগোতে থাকলে হজযাত্রীদের আরেকটি দলের সামনে পড়লে হুড়োহুড়ি শুরু হয়ে পদদলের ঘটনা ঘটে।
কয়েকটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, জামারাতের টানেলে থাকা ক্যামেরার ছবির মাধ্যমে এটা আরো সুস্পষ্ট করা সম্ভব যে, ইরানের হাজিরা জামারাতের দিকে যাওয়ার কারণে এই পদদলনের ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার হজের আনুষ্ঠানিকতার মধ্যে মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ঘটনায় এ পর্যন্ত ৭৬৯ জন নিহত ও ৯৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি সরকার।