জাপান সহ চারটি দেশ এক বছরের মধ্যে জাতিসংঘ সংস্কারের সুনির্দিষ্ট ফলাফলের অঙ্গীকার করলো

জাপান, ব্রাজিল, জার্মানি এবং ভারত আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে জাতিসংঘ সংস্কারের সুনির্দিষ্ট ফলাফল বের করে আনার অঙ্গীকার ব্যক্ত করেছে। চারটি দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য হতে ইচ্ছুক।

বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান দ্বন্দ্ব ও সংকট মোকাবেলায় একটি “আরো প্রতিনিধি সমৃদ্ধ, বৈধ এবং কার্যকর” কাউন্সিল গঠনের প্রয়োজন -কথিত ৪ জাতি গ্রুপের একটি যৌথ বিবৃতিতে বলা হয়। নিউ ইয়র্কে তারা এক বৈঠকে মিলিত হওয়ার পর এই বিবৃতি প্রদান করেন।

একটি সম্প্রসারিত এবং সংস্কারকৃত কাউন্সিলে জি-৪ দেশ গুলো “স্থায়ী সদস্যপদের জন্য বৈধ প্রার্থী”, নেতৃবৃন্দ জোর দিয়ে “সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে সুনির্দিষ্ট ফলাফল নিশ্চিত করতে তাদের প্রচেষ্টা দ্বিগুন করার সংকল্প ব্যক্ত করেন” বিবৃতিতে উল্লেখ করা হয়।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রউসেফ, জার্মান চ্যান্সেলার এঞ্জেলা মার্কেল এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১ বছরের মধ্যে অনুষ্ঠিত প্রথম বৈঠকে যোগ দেন।

এ বছর প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপন করছে জাতিসংঘ, চারটি দেশ স্থায়ী এবং অস্থায়ী সদস্যের সংখ্যা বৃদ্ধির জন্যে আহ্বান জানিয়ে আসছে। তাদের মতে, বর্ধিত সদস্যের কাউন্সিল একাবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক চাহিদা ও বাস্তবতাকে অপেক্ষাকৃত আরো ভালো ভাবে উপস্থাপন করতে পারবে।

বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে স্থায়ী ৫টি সদস্য দেশ- ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং আমেরিকা।

জি-৪ নেতারা তাদের বক্তব্যে বলেন ২০০৫ সাল থেকে এ ব্যাপারে তেমন কোনো অগ্রগতি হয়নি, ২০০৫ সালে সকল দেশের নেতৃবৃন্দ সম্মিলিত ভাবে জাতিসংঘকে সার্বিকভাবে দ্রুততর সংস্কারের বিষয়ে একমত পোষণ করেছিলেন।

তারা আফ্রিকা’র স্থায়ী এবং অস্থায়ী সদস্যের প্রতিনিধিত্ব করার পক্ষে সমর্থন দেন এবং গড়ে ওঠা ছোট ছোট দ্বীপ রাষ্ট্র সহ ছোট ও মাঝারি আকারের দেশ গুলোর পর্যাপ্ত ও অব্যাহত প্রতিনিধিত্বের উপর গুরুত্ব আরোপ করেন।