অর্থনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার জাপানের প্রধানমন্ত্রীর

জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে লিবারাল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে নতুন ৩ বছর মেয়াদের শুরুতে, দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জি,ডি,পি,-কে বাড়িয়ে রেকর্ড ৫ লক্ষ কোটি ডলার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।

মি: আবে এক সংবাদ সম্মেলনে আজ বলেন, তিনি অর্থনীতির উপর অগ্রাধিকার দেয়া অব্যাহত রাখবেন। ক্ষমতাসীন দলের আইনপ্রেণেতারা আজ সকালের দিকে তাকে তার পুন:নির্বাচিত হওয়ার আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করে।

তিনি বলেন, জাপানে বিনিয়োগে উদ্বুদ্ধকরণ এবং মানব সম্পদ সম্প্রসারণের জন্য দেশের জি,ডি,পি, বাড়িয়ে ৬০০ লক্ষ কোটি ইয়েন করার একটি নতুন সুস্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণের মাধ্যমে তার প্রশাসন সাহসের সাথে নীতিমালাকে এগিয়ে নেবে।