সালাউদ্দিন কাদের ও মুজাহিদের মৃত্যু পরোয়ানার কপি কারাগারে
মানবতা বিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের মৃত্যু পরোয়ানার কপি কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের পর এই কপি পাঠানো হয়। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রাণালয় এবং জেলা মেজিস্ট্রেটকে চিঠির মাধ্যমে তা জানানো হয়েছে।
এর আগে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন বেঞ্চর তিন বিচারপতি মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন।