বুধবার জাপানের মন্ত্রীসভার রদবদল
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নিউ ইয়র্কে বলেছেন তিনি অক্টোবরের ৭ তারিখ মন্ত্রীসভার রদবদল করবেন এবং লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান কিছু পদে পরিবর্তন আনবেন।
একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আবে বলেন তিনি মন্ত্রীসভার কাঠামোর ভিত্তি অক্ষুণ্ণ রাখবেন, কিন্তু যত বেশি সংখ্যক সম্ভব নতুন সদস্য নিয়োগ দেবেন।
প্রশাসনে তার ভবিষ্যৎ ব্যবস্থাপনা সম্পর্কে তিনি জোর দিয়ে বলেন অর্থনৈতিক নীতি সর্বাধিক গুরুত্ব পাবে।
“আমি আগামী ৭ অক্টোবর কর্মীদের ব্যাপারে সিদ্ধান্ত নেবো। এলডিপি প্রতিভাবান মানুষের ধনাধার। মূল কাঠামো অপরিবর্তিত রেখে, আমি আশা করছি যতটা সম্ভব বেশি মানুষ তাদের ক্ষমতা প্রদর্শন করবেন” আবে বলেন।