১২ ডলারে গুগল ডটকম ডোমেইন বিক্রি

সিলিকন ভ্যালিতে সকালের নাস্তার খরচও ১২ ডলারের বেশি। আর সেখানকার ৩৯৫ বিলিয়ন ডলার বাজার মূল্যের কোম্পানি গুগলের ডোমেইন বিক্রি হয়ে গেল মাত্র ১২ ডলারে।
গুগলেরই এক সাবেক কর্মী গত মঙ্গলবার গুগল.কম ডোমেইনটি মাত্রা ১২ ডলারে কিনে নিয়েছিলেন। শুধু তাই নয় এক মিনিটের মতো ডোমেইনটির নিয়ন্ত্রণও নিজের হাতে রাখতে পেরেছিলেন তিনি।
গুগলের ওয়েবসাইট সার্ভিস গুগল ডোমেইনস-এ সনময় বেদ ঘটনার সূত্রপাত করেন। উদ্দেশ্যহীনভাবে সেখানে ঘোরাফেরা করার সময় তিনি দেখতে পান পৃথিবীতে সবচেয়ে বেশিবার ‘হিট’ হওয়া সাইটের ডোমেইন বিক্রির জন্য দেখানো হচ্ছে। এর জন্য দাম চাওয়া হয়েছে মাত্র ১২ ডলার। কোনদিকে না তাকিয়েই তিনি কিনে ফেলেন গুগল.কম।