সিউলে জাপান ও কোরীয় নেতার মধ্যে বৈঠক

Read More
**-------------**------------**
|
Community Events
Nov 153সিউলে জাপান ও কোরীয় নেতার মধ্যে বৈঠকadmin November 3 সিউলে জাপান ও কোরীয় নেতার মধ্যে বৈঠক সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বৈঠক করেছেন। বৈঠকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে কোরিয়ান নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করার বিষয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ বৈরিতার অবসানে আলোচনার গতি বাড়াতে একমত হয়েছেন নেতারা।
কোরিয়ায় জাপানের ঔপনিবেশিক শমাসনামলে কোরিয়ানদের ওপর নির্যাতন বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের সময় কোরিয়ার নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করার জন্য জাপানকে ক্ষমা চাইতে ও ক্ষতিপূরণ দিতে দাবি জানিয়ে আসছে দক্ষিণ কোরিয়া।
![]() ধারণা করা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালে প্রায় দুই লাখ নারীকে যৌন দাসী হিসেবে থাকতে বাধ্য করা হয়। কোরিয়া ছাড়াও চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া
Read More **-------------**------------** ![]() ![]() Nov 151৯৭ বছরে হাইস্কুল ডিগ্রিadmin November 1 ৯৭ বছরে হাইস্কুল ডিগ্রি
গ্রান্ড র্যাপিডসের ক্যাথোলিক সেন্ট্রাল হাই স্কুল কর্তৃপক্ষ মার্গারেটকে যখন সম্মানসূচক ডিগ্রি তুলে দেন তখন তার আত্মীয় এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। ১৯৩৬ সালে মায়ের ক্যান্সারের জন্য ছোট তিন ভাই-বোনকে দেখাশোনা করতে স্কুল ছাড়েন মার্গারেট
**-------------**------------** Nov 151সঙ্কট থেকে বাঁচতে আদর্শগত, রাজনৈতিক সমাধান প্রয়োজনadmin November 1 সঙ্কট থেকে বাঁচতে আদর্শগত, রাজনৈতিক সমাধান প্রয়োজন রবিবার সকালে প্রকাশক ফয়সল আরেফিন দীপনের মৃতদেহ বুঝে নিয়েছেন তার বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। এ সময় তিনি বলেন, কেবল আইনের বিচারে একের পর এক হামলা বা হত্যার সমাধান হবে না, এ সঙ্কট থেকে বাঁচতে আদর্শগত, রাজনৈতিক সমাধান প্রয়োজন। এ সময় মর্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, দীপনের শ্বশুর ডা. জালালুর রহমান ও বন্ধু আজিজুল ইসলাম ওয়ালি ।
আগের দিন শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে এর কর্ণধার ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। এই প্রকাশনী থেকে বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ বইটি প্রকাশিত হয়েছিল, যিনি নিজেও গত ফেব্রুয়ারিতে একই কায়দায় হামলায় নিহত হন। দীপনের লাশ উদ্ধা
Read More **-------------**------------** Oct 1531এবার জাগৃতির প্রকাশক দীপনকে কুপিয়ে হত্যাadmin October 31 এবার জাগৃতির প্রকাশক দীপনকে কুপিয়ে হত্যা মাত্র তিন ঘণ্টার ব্যবধানে আরেক প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি জাগৃতি প্রকাশনীর কর্ণধার ছিলেন। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় এ হামলার শিকার হন তিনি।
এর আগে দুপুরে শুদ্ধসর প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
ব্লগার মাহমুদুল হক মুন্সী বাঁধন জানিয়েছেন, আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় দীপনের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা হয়।
Read More **-------------**------------** Oct 1531টোকিও মোটর শোঃ নতুন প্রযুক্তিতে গড়িয়ে যাওয়াadmin October 31 টোকিও মোটর শোঃ নতুন প্রযুক্তিতে গড়িয়ে যাওয়া বিগত ৬০ বছর ধরে টোকিও মোটর শো গাড়ি প্রেমীদেরকে আকার্ষণ করে আসছে। গাড়ির সর্বশেষ প্রযুক্তি আগের চেয়েও আরও চাঞ্চল্যকর মডেল প্রদর্শন করছে দর্শকদের সামনে।
প্রদর্শনীটি গাড়ি নির্মাতাদেরকে তাদের সবচেয়ে উন্মত্ত ধারণাকে তুলে ধরার সুযোগ করে দিচ্ছে। টয়োটা তাদের গাড়ির বহিরাবারন খুলে ফেলে গাড়ির বিভিন্ন পার্টস ও এর ব্যবহৃত যন্ত্রপাতি তুলে ধরেছে। এর নাম দেয়া হয়েছে "কিকাই" যার অর্থ "মেশিন"। নতুন প্রজন্মের যারা মনে করেন গাড়ি আসলে প্রয়োজনহীন একটি যন্ত্র -এটি তাদেরকে আকৃষ্ট করতেই এ ব্যবস্থা।
প্রদর্শনীতে ৭০টি নতুন মডেলের গাড়ি স্থান পেয়েছে। শো'র মূল লক্ষ্য অত্যাধুনিক প্রযুক্তি যা পরিবেশ-বান্ধব। উদাহরণ স্বরূপ "
**-------------**------------** Oct 1530মুত্তাকীদের চার গুণ মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেকadmin October 30 মুত্তাকীদের চার গুণ
মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
সূরায়ে ক্বফের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। সে আয়াতগুলোর সূ ধরে কয়েকটি কথা বলব ইনশাআল্লাহ। কথাগুলো দ্বারা আল্লাহ তাআলা আমাকে এবং মজলিসে উপস্থিত সবাইকে ফায়দা পৌঁছান। আমীন। প্রথম আয়াতগুলো হচ্ছে : وَ اُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِیْنَ غَیْرَ بَعِیْد هٰذَا مَا تُوْعَدُوْنَ لِكُلِّ اَوَّابٍ حَفِیْظٍ (তরজমা) জান্নাতকে উপস্থিত করা হবে মুত্তাকীদের অদূরে। তোমাদের প্রত্যেক তওবাকারী ও সংরক্ষণকারীকে এরই প্রতিশ্রæতি দেওয়া হয়েছিল। -সূরা ক্বাফ (৫০) : ৩১-৩২ মুত্তাকীদের জন্য জান্নাত হাশরের ময়দানে একটি দৃশ্যের কথা এই আয়াতগুলোতে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, মুত্তাকীদের জন্য জান্নাতকে অদূরে এনে উপস্থিত করা হবে। হাশরের ময়দান থেকে জান্নাত দেখা যাবে। ইশারা করে বলা হবে : هٰذَا مَا تُوْعَدُوْنَ Read More **-------------**------------** Oct 1530মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা এবং একটি পর্যালোচনাadmin October 30 মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা এবং একটি পর্যালোচনা আমাদের এই পৃথিবী থেকে তিন কোটি ত্রিশ লাখ মাইল দূরের মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ে তোলার জন্য নাসার বিজ্ঞানীদের প্রচেষ্টার কোনো ত্রুটি নাই। মঙ্গল গ্রহে কীভাবে মানুষের স্থায়ী বসতি গড়ে তোলা যায় তা নিয়ে তারা দিনরাত গবেষণায় ব্যস্ত। তারা মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ে তোলার বিরাট এক প্রজেক্ট নিয়ে কাজ করছেন; আর কিছুদিন পর পর এই প্রকল্পের অগ্রগতি বিশ^বাসীকে জানাচ্ছেন। এই প্রজেক্টের পিছনে খরচ করছেন বিলিয়ন বিলিয়ন ডলার। নাসার বিজ্ঞানীরা সম্প্রতি জানিয়েছেন, আগামী ২৫/৩০ বছরের মধ্যে মঙ্গলে মানুষের স্থায়ী বসবাস গড়ে ওঠবে। নাসার এইসব বিজ্ঞানীদের মতে অচিরেই এই পৃথিব
**-------------**------------** Oct 1529‘চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে ভয় পায় না’admin October 29 ‘চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে ভয় পায় না’
চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি সংবাদপত্রে দাবি করা হয়েছে, দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে ভয় পায় না চীন। ওই এলাকায় আরো যুদ্ধাজাহাজ পাঠানো হবে-যুক্তরাষ্ট্রের এমন প্রতিক্রিয়ার ২৪ ঘন্টার মধ্যে চীনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া আসলো। দেশটির কট্টর জাতীয়তাবাদী পত্রিকা গ্লোবাল টাইমস অভিযোগ করেছে, মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন চীনকে উস্কানি দিচ্ছে। গতকাল বুধবার পত্রিকাটির এক সম্পাদকীয়তে পরামর্শ দেয়া হয়েছে, চীনের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলে কাজ করা এবং একইসঙ্গে খারাপ কিছুর জন্য প্রস্তুত থাকা। খবর দ্য গার্ডিয়ান, বিবিসি ও ডনের।
Oct 1529ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতায় বাংলাদেশের অবনতিadmin October 29 ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতায় বাংলাদেশের অবনতি বাংলাদেশে বেড়েছে ইন্টারনেটের ব্যবহার, কিন্তু কমেছে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি পর্যবেক্ষক সংগঠন ফ্রিডম হাউস বার্ষিক জরিপ প্রতিবেদন ‘ফ্রিডম অব দ্যা নেট ২০১৫’ প্রকাশ করে বুধবার। সেখানেই এই তথ্য উঠে এসেছে।
২০১৪ সালে বিশ্বের ৬৫টি দেশ নিয়ে গবেষণা করে ফ্রিডম হাউজ। গবেষণা ফলাফল অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতার দিক থেকে ১০০ এর মধ্যে ৫১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে ওয়েবসাইটে প্রবেশের বাধার ক্ষেত্রে ১২, লেখায় বাধার ক্ষেত্রে ১২ এবং ইন্টারনেট ব্যবহারকারীদের অধিকার আটকানোর ক্ষেত্রে ২৭ পয়েন্ট পেয়েছে। ফ্রিডম হাউজের গবেষণা ফলাফলে ১০০ এর মধ্যে যে দেশের পয়েন্ট যত কম হবে সে দেশ ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে তত উদার।
Oct 1528রহস্যময় হ্রদ যেখানে পাথর হয়ে যায় প্রাণীরা !admin October 28 রহস্যময় হ্রদ যেখানে পাথর হয়ে যায় প্রাণীরা ! আফ্রিকার তাঞ্জানিয়ার প্রত্যন্ত প্রান্তর | দিগন্ত জুড়ে শুয়ে আছে টকটকে লাল জমি | রং যেন রক্তকেও হার মানায় | জমি থেকে প্রতিফলিত হয়ে আসা আলোতে ধাঁধিয়ে যায় চোখ। ভুল করে কাছে যায় পাখী এবং প্রাণীরা | অনেক সময় অত কাছেও যেতে হয় না | তার আগেই জমে পাথর হয়ে যায় তারা | কারণ ওটা কোনও জমি নয় | বরং হ্রদ | অতিরিক্ত ব্যাকটেরিয়ার জন্য যার রং লাল | প্রচুর পরিমাণে সোডা আর লবণ থাকায় তার পানি এতটাই কষ্টিক, সংস্পর্শে এলেই প্রস্তরীভূত হয়ে যাচ্ছে প্রাণীরা | মৃত্যুপুরী এই হ্রদের নাম নাট্রোন | বিজ্ঞানীরা জানাচ্ছেন হ্রদের পানিতে চারপাশের পাহাড় থেকে এসে জমা হয় প্রচুর ব্যাকটেরিয়া | পাশাপাশি আছে পানিতে মাত্রাতRead More **-------------**------------** Oct 1528বিশ্বব্যাংক প্রেসিডেন্টের উপদেষ্টা হলেন সুবীর চৌধুরীadmin October 28 বিশ্বব্যাংক প্রেসিডেন্টের উপদেষ্টা হলেন সুবীর চৌধুরী বিশ্বব্যাংক প্রেসিডেন্টের উপদেষ্টা কাউন্সিলের চার্টার মেম্বার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সুবীর চৌধুরী। অক্টোবর থেকেই তিনি প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেছেন। বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
পাঁচ সদস্যের এই কাউন্সিলের অপর সদস্যরা হলেন- মার্শাল গোল্ডস্মিথ, মার্ক থমসন, রিটা ম্যাকগ্রেইন ও মায়া হু-চান।
সুবীর চৌধুরীর (৪৮) জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। তিনি এএসআই কন্সাল্টিং গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী।
নিজের অনুভূতি জানিয়ে সু্বীর বলেন, চরম দারিদ্র্যের মধ্যে থাকা মানুষের উন্নয়নে কাজ করছে বিশ্বব্যাংক। এ কাজের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
Oct 1527প্রযুক্তি ব্যক্তিত্ব গ্যারি কিলডালadmin October 27 প্রযুক্তি ব্যক্তিত্ব গ্যারি কিলডাল বায়োসের পূর্বপুরুষ বলা যেতে পারে সিপি/এমকে (কন্ট্রোল প্রোগ্রাম ফর মাইক্রোকম্পিউটার)। এই সিপি/এম উদ্ভাবন করেছেন গ্যারি কিলডাল। মাইক্রোপ্রসেসর যে কম্পিউটার হিসেবে পূর্ণক্ষমতাপ্রাপ্ত হতে পারে, তা প্রথম যারা বুঝতে পেরেছিলেন তার একজন কিলডাল। এই সম্ভাবনা ব্যবহার করতে তিনি ডিজিটাল রিসার্চ ইনকরপোরেশন নামে একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেন। কিলডাল জন্মগ্রহণ করেন ১৯৪২ সালের ১৯ মে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন থেকে পড়ালেখা করে তিনি মাইক্রোপ্রসেসর নিয়ে গবেষণা শুরু করেন। ওই সময়ে ইন্টেলেও তিনি উপদেষ্টা হিসেবে কাজ করেন। এই গবেষণার অংশ হিসেবেই তিনি পরবর্তী সময়ে আইবিএমের জন্য তৈরি করেন সিপি/Read More **-------------**------------** Oct 1527জাপানে ফের পারমাণবিক চুল্লি চালু, বিক্ষোভadmin October 27 জাপানে ফের পারমাণবিক চুল্লি চালু, বিক্ষোভ জাপানে সাড়ে চার বছর আগে সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প চালুর একমাসের মধ্যে ফের আরো একটি চুল্লি চালুর অনুমতি দিয়েছে সরকার। ইমি প্রদেশের ইকাতা পারমাণবিক চুল্লির ৩ নাম্বার প্ল্যান্ট চালুর মধ্যে দিয়ে পারমাণবিক শক্তি উত্পাদন ফের শুরু করেছে দেশটি।
সোমবার প্রদেশটির স্থানীয় সরকার তোকিহিরো নাকামুরা এ ঘোষণা দেয়ার পর স্থানীয় পারমাণবিক-চুল্লি বিরোধী কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা প্রাদশিক সরকারের কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায়।
পারমাণবিক চুল্লি চালুর ঘোষণা দিয়ে এ স্থানীয় সরকার বলেন, জাতীয় সরকারের অনুমতিক্রমে দেশের উন্নয়নের স্বার্থে আমরা এ প্রকল্পে বিদ্যুত্ উত্পাদনের জন্য শিকুকো বিদ্যুত্ কোম্পানিকে সুপারিশ করেছি। এর মধ্যে দিয়ে সাড়ে
Read More **-------------**------------** Oct 1525ফেসবুকে সার্চে আসবে পুরোনো পাবলিক পোস্টadmin October 25 ফেসবুকে সার্চে আসবে পুরোনো পাবলিক পোস্ট ফেসবুক তার ব্যবহারকারীদের দুই ট্রিলিয়ন পোস্টের একটি ইনডেক্স তৈরি করেছে। এর অর্থ হচ্ছে এখন সার্চ দিলেই সংশ্লিষ্ট পুরোনো ‘পাবলিক’ পোস্টগুলো সামনে চলে আসবে।
ফেসবুক তার ব্যবহারকারীদের তাদের সাইটে আরো বেশি সময় কাটাতে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। ফেসবুক সার্চ এর প্রধান টম স্টকি একটি ব্লগ পোস্টে বলেন, বিশ্বের বিভিন্ন ঘটনায় বন্ধু ও পরিবারের মানুষ কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে সেটা দেখতে ব্যবহারকারীরা ফেসবুকে লগ ইন করছে। ফেসবুকে প্রতিদিন দেড় বিলিয়ন বার সার্চ অপশনটি ব্যবহার করা হয় বলে জানিয়েছেন। এই সুবিধা যোগ করার অর্থ হচ্ছে মানুষ এখন কোনো নির্
Read More **-------------**------------** Oct 1525প্রচলিত ভুলadmin October 25 প্রচলিত ভুলএকটি ভুল ধারণা : রুকু-সিজদার তাসবীহ কি তিনবারের বেশি পড়া নিষেধ?কিছু মানুষ মনে করেন, রুকু বা সিজদার তাসবীহ তিনবারের বেশি পড়া যায় না। ফলে তারা যখন ইমামের পিছনে নামায পড়েন তখন সুযোগ থাকা সত্তে¡ও তিনবার তাসবীহ পড়েই চুপ করে থাকেন। অনেক ইমাম সাহেবই রুকু সিজদার তাসবীহ বেশ ধীরে পড়েন। কোনো কোনো ইমাম সাহেবের ক্ষেত্রে মুসল্লিগণ তিনবারই তাসবীহ পড়ার সুযোগ পান। আবার কোনো কোনো ইমামের ক্ষেত্রে পঁচ থেকে সাতবার পর্যন্ত পড়ার সুযোগ পাওয়া যায়। সুতরাং এক্ষেত্রে তিনবার পড়ে চুপ না থেকে ইমাম সাহেব রুকু বা সিজদা থেকে উঠা পর্যন্ত পড়তে থাকা।একটি ভুল আমল : চলমান ‘ছুতরা’কিছু মানুষকে দেখা যায়, তারা হাতে থাকা জায়নামায বা রুমালকে সুতরা হিসেবে ব্যবহার করেন। মুসল্লির সামনে দিয়ে যান আর হাতের রুমাল বা জায়নাম
Read More **-------------**------------** |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |