সিউলে জাপান ও কোরীয় নেতার মধ্যে বৈঠক
সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বৈঠক করেছেন। বৈঠকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে কোরিয়ান নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করার বিষয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ বৈরিতার অবসানে আলোচনার গতি বাড়াতে একমত হয়েছেন নেতারা।
কোরিয়ায় জাপানের ঔপনিবেশিক শমাসনামলে কোরিয়ানদের ওপর নির্যাতন বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের সময় কোরিয়ার নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করার জন্য জাপানকে ক্ষমা চাইতে ও ক্ষতিপূরণ দিতে দাবি জানিয়ে আসছে দক্ষিণ কোরিয়া।

ধারণা করা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালে প্রায় দুই লাখ নারীকে যৌন দাসী হিসেবে থাকতে বাধ্য করা হয়। কোরিয়া ছাড়াও চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও তাইওয়ান থেকে এদের নিয়ে যাওয়া হয়েছিল।
গত সপ্তাহে এক সাক্ষাত্কারে পার্ক জিউন বলেছেন, এই ইস্যুটি সমাধানের ওপর অনেকাংশে জাপানের সাথে সম্পর্কোন্নয়নের বিষয়টি নির্ভর করছে।
এশিয়ায় যুক্তরাষ্ট্রের এই দুই ঘনিষ্ঠ মিত্র তাদের বিরোধ মেটাতে চাচ্ছে। তাদের এই বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হিসেবেও দেখা হচ্ছে। এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে দেশদুটিকে সম্পর্কোন্নয়নের জন্য চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।