• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • টোকিওতে শোভাযাত্রায় ককটেল হামলা, আহত ১৫

    জাপানের রাজধানী টোকিওর এক শোভাযাত্রায় ককটেল হামলায় ১৫ জন আহত হয়েছে।
    সোমবার পুলিশ ও দমকল বিভাগের কর্মকর্তারা জানান, রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। শোভাযাত্রাটি একটি আবাসিক এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের একটি ভবন থেকে কয়েকটি হাতবোমা ছোড়া হয়।
    এক পুলিশ কর্মকর্তা জানান, পরে দমকলকর্মীরা ঐ অ্যাপার্টমেন্টে ঢুকে এক ব্যক্তিকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পান।
    নিহত ব্যক্তিটির এক প্রতিবেশী জানিয়েছেন, ঐ বৃদ্ধের স্ত্রী মারা যাবার পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। প্রতিবেশীর অভিযোগ, শোভাযাত্রার মাত্রাতিরিক্ত শব্দ ব্যক্তিটির জন্য বিরক্তিকর ছিল।

    দমকল বিভাগের এক কর্মকর্তা জানান, আহতদের অধিকাংশের শরীর পুড়ে গেছে। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।

    সাঁতার থেকে আসলো জাপানের প্রথম স্বর্ণ

    জাপানের কোসুকে হাগিনো ৪০০ মিটার মিটার ইভেন্টে চলতি রিও অলিম্পিকে জাপানের জন্যে প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছেন।

    স্থানীয় সময় শনিবার হাগিনো ৪ মিনিট ০৫ সেকেন্ডে সময় নিয়ে স্বর্ণ জেতেন। তার পেছনে ছিলেন করেছিলেন আমেরিকার চেস কালিসজ।

    খালিসজ সময় নেনে ৪ মিনিট ৭.৭৫ সেকেন্ড, এ ইভেন্টে জাপানের দাইইয়া সাতো ৪ মিনিট ৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক পান।