• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানের জলসীমায় উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র

    প্রথমবারের মতো উত্তর কোরিয়ার ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের জলসীমার ভিতরে বা তার কাছে গিয়ে পড়েছে।
    বুধবার সিউলের স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দক্ষিণ হওয়াংহি প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের দপ্তর। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েকদিনে ফের বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রটির প্রধান অংশ জাপানের বহিঃঅর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়েছে বলে এক জাপানি প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন।
    উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উেক্ষপণ ও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থা বসানোর সিদ্ধান্তে উত্তর-পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগর সংলগ্ন এই অঞ্চলটিতে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এখন জাপানের উপকূলে বৈরী দেশ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ায় পরিস্থিতি আরো উত্তেজনাকর হয়ে দাঁড়িয়েছে।
    জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উেক্ষপণকে ‘গুরুতর হুমকি’ বলে বর্ণনা করেছেন। টোকিও এর প্রবল প্রতিবাদ জানিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
    দক্ষিণ কোরিয়ার চিফ অব স্টাফের দপ্তরের বিবৃতিতে বলা হয়, “এই ক্ষেপণাস্ত্র উেক্ষপণের মধ্য দিয়ে প্রতিবেশী দেশগুলোতে এবং দক্ষিণ কোরিয়া বন্দর ও বিমান ক্ষেত্রগুলোতে সরাসরি ও ব্যাপক আক্রমণ চালানোর উত্তর কোরীয় অভিলাষ প্রকাশ পেয়েছে।”

    উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো রোডোং ধরনের মধ্যবর্তী পাল্লার এবং এগুলো সর্বোচ্চ এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারবে বলে এই বিবৃতিতে জানানো হয়েছে। দক্ষিণ কোরীয় বিবৃতিতে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা বলা হলেও যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ড জানিয়েছে, তারা দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, এর একটি উেক্ষপণের পরপরই বিস্ফোরিত হয়।

    মন্ত্রীসভার রদবদল করলেন আবে

    জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তার মন্ত্রীপরিষদের রদবদল করেছেন। নতুন মন্ত্রীসভায় আবে সহ ১৯ জন মন্ত্রী রয়েছেন। ইম্পেরিয়াল প্যালেসে এক অনুষ্ঠানের মাধ্যমে বুধবার নতুন মন্ত্রীসভা তার যাত্রা শুরু করে।

    আবে তার পুরোনো মন্ত্রীসভার ৮ জন মন্ত্রীকে ধরে রেখেছেন, ২ মন্ত্রীকে ফিরিয়ে এনেছেন এবং ৮ জনকে প্রথমবারের মতো নিয়োগ দিয়েছেন। একজন মন্ত্রীর দফতর পরিবর্তন করেছেন।

    ডেপুটি প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী তারো আসো’র অবস্থান আগের মতোই আছে।

    সানায়ে তাকাইচি আভ্যান্তরিন বিষয়ক এবং যোগাযোগ মন্ত্রী হিসেবে তার পূর্বের পদেই রয়েছেন।

    কাৎসুতোশি কানেদা বিচারমন্ত্রী হয়েছেন। আগে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।

    পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা আগের পদেই রয়েছেন।

    শিক্ষা, সাংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী হয়েছেন হিরোকাজু মাৎসুনো, ইয়াসুহিসা শিজাকি স্বাস্থ্য, শ্রম ও কল্যান মন্ত্রণালয়, ইউজি ইয়ামামোতো কৃষি,বন এবং মৎস বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

    প্রধান মন্ত্রীপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা তার স্বপদে রয়েছেন।

    নতুন মন্ত্রীসভার সদস্যদের গড় বয়স ৬০.৮।

    মন্ত্রীসভার সবচেয়ে প্রবীণ মন্ত্রী আসো, তার বয়স ৭৫। সবচেয়ে অল্প বয়সী মন্ত্রী মারুকাওয়া (৪৫)।