• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে মার্কিন বিমানের জরুরি অবতরণ

    জাপানের রাজধানী টোকিওতে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। চলতি মাসে এটি জাপানে একই এয়ারলাইন্সের বিমানের দ্বিতীয় জরুরি অবতরণ। বৃহস্পতিবার মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
    স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৫৩ মিনিটে জাপানের রাজধানীর উপকণ্ঠে নারিতা বিমানবন্দরে ফ্লাইট এইচএ ৪৪২ জরুরি অবতরণ করে। বিমানটি জাপানের উত্তরাঞ্চলীয় সাপোরা নগরী থেকে হনুলুলু যাচ্ছিল।
    নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর করপোরেশনের একজন কর্মকর্তা জানান, পাইলট বোয়িং ৭৬৭-এর হাইড্রোলিক ব্যবস্থায় এক ধরনের অস্বাভাবিকতা দেখতে পান।  জরুরি অবতরণ করা এ বিমানের ২৪৮ জন আরোহীর কেউ আহত হয়নি।
    বিমানের জরুরি অবতরণের বিষয়ে তাৎক্ষণিকভাবে হাওয়াইয়ান এয়ারলাইন্সের টোকিও অফিসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    টোকিও সংস্কারকে এগিয়ে নিয়ে যওয়ার প্রতিশ্রুতি কোইকে

    টোকিওর নবনির্বাচিত গভর্নর ইউরিকো কোইকে বলেছেন তিনি রোববারের নির্বাচনে বিপুল জনসমর্থন পেয়ে উৎসাহিত বোধ করছেন এবং রাজধানীর উন্নয়নে সংস্কার করা হবে।

    সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সোমবার বলেন নির্বাচনের ফলাফল তার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। কোইকে’র নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক আভ্যান্তরিন বিষয়ক মন্ত্রী হিরোইয়া মাসুদা। দু’জনের ভোটের ব্যবধান ছিলো ১০ লক্ষেরও বেশি।

    মঙ্গলবার থেকে টোকিও’র প্রথম নারী গভর্নর তার কাজ শুরু করবেন।

    ক্ষমতাসীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির সমর্থন পেতে ব্যর্থ হয়ে কোইকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন। এলডিপি মাসুদা’কে দলের পক্ষ থেকে সমর্থন দেয়।

    কোইকে বলেন তিনি প্রতিটি ভোটকে মূল্যায়ন করছেন এবং তিনি তার নতুন দায়িত্বের ওজন উপলব্ধি করতে পারছেন।

    তিনি বলেন রাজস্বের অর্থ সঠিক ভাবে ব্যবহার করা হবে এবং জনগনের অর্থ কোনো ব্যক্তিগত খাতে কোনো অপব্যবহার হচ্ছে কিনা সে বিষয়টির উপর তিনি নজর রাখবেন।

    কোইকে’র পূর্বসূরী ইয়োইচি মাসুজোয়ে রাজনৈতিক তহবিলের অপব্যবহার সংক্রান্ত কেলেঙ্কারিতে পদত্যাগ করেন।