দক্ষিণ চীন সাগর ইস্যুতে নাক গলানো থেকে দূরে থাকতে জাপানের প্রতি চীন
চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’কে শুক্রবার বলেছেন, দক্ষিণ চীন সাগর ইস্যুতে জাপানের নাক গলানো এবং প্রতারণা করা থেকে দূরে থাকা উচিত। মঙ্গলিয়াতে তারা আঞ্চলিক বৈঠকে মিলিত হন।
মঙ্গলবার হেগ এর আন্তর্জাতিক আদালতের দেয়া রায় মেনে নিতে অস্বীকার করেছে চীন এবং মামলার শুনানিতেও অংশ নেয়নি। আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে পশ্চিমা দেশ গুলো এবং জাপানের আহ্বান চীনকে বেজায় ক্রুদ্ধ করে।
মঙ্গলিয়ার রাজধানী উলান বাটর এ অনুষ্ঠিত বৈঠকে লি আবে’কে বলেন দক্ষিণ চীন সাগর প্রশ্নে চীনের অবস্থান সম্পূর্ণ ভাবে আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ
“দক্ষিণ চীন সাগর ইস্যুতে জাপান সরাসরি যুক্ত নয় এবং সে কারণে মন্তব্যের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হওয়া উচিত এবং প্রতারণা ও নাক গলানো বন্ধ করা উচিত” লি বলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা সিনহুয়া।
জাপানের কিয়োদো নিউজ জানিয়েছে আবে লি’কে বলেন, আইন ভিত্তিক আন্তর্জাতিক বিধিকে সম্মান জানানো উচিত।