• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • টোকিওতে বাংলাদেশে নিহত জাপানিদের শেষকৃত্য অনুষ্ঠিত

    ঢাকায় নিহত দুই জাপানির অন্ত্যোষ্টিক্রিয়া শুক্রবার টোকিও’তে অনুষ্ঠিত হয়েছে। নিহত দু’জন হচ্ছেন হিরোশি তানাকা (৮০) এবং কিয়ো ওগাসাওয়ারা (৫৬)।

    তানাকা’র অন্ত্যোষ্টিক্রিয়ায় প্রায় ৫০০ মানুষ উপস্থিত ছিলেন। তার ছোট ভাই অনুষ্ঠানে এক বক্তব্যে বলেন তার ভাইয়ের এমন মৃত্যু তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।

    ছোট ভাই বলেন বিশ্বকে শান্তিপূর্ণ ও সকলের বাসযোগ্য করে গড়ে তুলতে সকলকে কাজ করার আহ্বান জানান যেমনটা তানাকা করে গেছেন। প্রধানমন্ত্রী শিনজো আবে’র একটি বার্তা শেষকৃত্য অনুষ্ঠানে পাঠ করে শোনানো হয়।

    তানাকা’র ৪৭ বছরের বন্ধু তোশিকো কিতাহারা বলেন “তিনি একজন খুব নম্র ব্যক্তি ছিলেন এবং একটি উন্নত বিশ্ব গড়ে তুলতে কাজ করার কঠোর আগ্রহ ছিলো”।

    ওগাসাওয়ারা’র অন্ত্যোষ্টিক্রিয়াতে প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাইকা’র প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা।

    নিহত ৭ জনের সকলেই জাইকা প্রকল্পে কাজ করছিলেন।

    পিসি টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল

    বাংলাদেশে জাকির নায়েক পরিচালিত পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল করেছে সরকার। সোমবার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
    প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে ডাউন লিংকের শর্ত ভঙ্গ করায় বিদেশি ফ্রি-টু-এয়ার টিভি চ্যানেল পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল করা হল।
    একই সঙ্গে প্রজ্ঞাপনে বাংলাদেশের ভেতরে পিস টিভির সব ধরনের সম্প্রচার বন্ধের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
    এর আগে রবিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।