জাপানে ৫ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্পের ফলে টোকিও ভবন কেঁপে উঠলে তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি।
|
Jul 1617জাপানে ৫ মাত্রার ভূমিকম্পPosted by admin on July 17 জাপানে ৫ মাত্রার ভূমিকম্প জাপানের পূর্বাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। রবিবার এই কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টোকিও থেকে ৪৪ কিলোমিটার উত্তরপূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার নিচে।
ভূমিকম্পের ফলে টোকিও ভবন কেঁপে উঠলে তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |