• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • হিমালয়ের চূড়ায় চট্টগ্রামের চার তরুণ

    হিমালয়ের ২০ হাজার ফুট উচ্চতার একটি পর্বত জয় করেছেন চট্টগ্রামের চার তরুণ। এরা হলেন দেবাশিষ বল, সিহাবউদ্দিন রিয়াদ, সাখাওয়াত হোসেন ইসতি ও রাশিক হাফিজ। উদ্যমী এই তরুণ দল চট্টগ্রামে ভার্টিক্যাল ড্রিমার্স নামে পর্বতারোহীদের একটি ক্লাবের সদস্য। গত ২৯ জুলাই সকাল ৯টা ৪০ মিনিটে হিমালয়ের ২০ হাজার ফুট উচ্চতায় মাউন্ট চেমায় বাংলাদেশের পতাকা ওড়ান এই চার অভিযাত্রী। ওই পর্বতচূড়ায় কোনো বাংলাদেশির এটাই প্রথম আরোহণ, এমনটাই দাবি করেছেন দলনেতা দেবাশিষ বল।
    পর্বত অভিযানের জন্য জুলাই মাসের মাঝামাঝি ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের সদস্যরা বাংলাদেশ থেকে রওয়ানা দেন। ভারতের হিমাচল প্রদেশের পর্বতাঞ্চলে পৌঁছে ৪ দিনের ট্রেকিংশেষে দলটি ৪ হাজার ৯০০ মিটার উচ্চতায়  বেস ক্যাম্প স্থাপন করে। বেস ক্যাম্পে কয়েকদিনের অভিযোজন প্রক্রিয়া বা অধিক উচ্চতার সাথে খাপ খাইয়ে নেয়ার প্রক্রিয়াশেষে দলটি পর্বতের ওপরের দিকে রওয়ানা দেয়। অভিযাত্রীরা ক্রমান্বয়ে ক্যাম্প ওয়ান ও ক্যাম্প টু স্থাপন করে। জুলাইয়ের ২৯ তারিখ সকাল ৯টা ৪০ মিনিটে তারা চূড়ায় আরোহণ করেন। মাউন্ট চেমার ২০ হাজার ২৪ ফুট উচ্চতার চূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে ধরেন চার তরুণ পর্বতারোহী।  ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের সদস্যরা ইতিমধ্যে হিমালয় পর্বতমালায় তিনটি অভিযান পরিচালনা করেছেন। তবে এটিই তাদের প্রথম বড় সাফল্য। দেবাশিষ বল বলেন, চট্টগ্রাম পাহাড় বেষ্টিত জেলা হলেও এখানকার তরুণদের মাউন্টেনিয়ারিং বিষয়ে আগ্রহ তেমন একটা নেই। একে জনপ্রিয় করতে হলে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন।

    খালেদা জিয়ার ৭০ তম জন্মবার্ষিকী উদযাপন জাপান বিএনপি

    গত রবিবার ১৬ই আগস্ট টোকিওর হিগাশি জুজো কাইকানে এ জাপান শাখা বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটে। দলের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কেক কাটার সময় উপস্থিত ছিলেন জাপান বিএনপির সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা, উপদেষ্টা কাজী এনামুল হক, সহ সভাপতি আলমগীর হোসেন মিঠু, এমদাদ মনি যুগ্ন সম্পাদক,দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দফতর সম্পাদক ফয়সাল সালাউদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক নুর খান রনি, বিএনপি নেতা জসিম উদ্দিন,জাকির হোসেন মাসুম, জাফরুল ইসলাম যুবদলের সাধারন সম্পাদক তৌহিদুল আলাম (রিপন), ছাত্রদলের সভাপতি কাজী সাদেকুল হায়দার (বাবলু), যুগ্ন-সম্পাদক রাজিব জামান, সাংগঠনিক সম্পাদক,কাওসার খান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার সহ-সভাপতি রবিউল আলাম সাব্বির, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান জনি, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ দফতর সম্পাদক আপন মিয়া, আহসান ভুইয়া, আহসান রাজীব, শিহাব প্রমুখ।