দীর্ঘদিন এন্টাসিড জাতীয় ওষুধ সেবন নয়
Posted by admin on August 11
Posted in Uncategorized
দীর্ঘদিন এন্টাসিড জাতীয় ওষুধ সেবন নয়
Posted by admin on August 11
Posted in Uncategorized
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৭০তম বার্ষিকীঃ আবে‘র বক্তৃতার খসড়ায় “ক্ষমা প্রার্থনা” অন্তর্ভুক্ত
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে চলতি সপ্তাহের শেষে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র বক্তৃতার প্রতি সকলের সাগ্রহ নজর রয়েছে। শুক্রবার আবে যুদ্ধের প্রতিফলনে একটি বিবৃতি প্রদান করবেন।
জানা গেছে, বিবৃতির খসড়ায় আবে “ক্ষমা প্রার্থনা” এবং “আগ্রাসন” শব্দ গুলো অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছেন। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জাপানের অতীতের অবস্থানই বজায় থাকবে।
খসড়াটি নিয়ে আবে তার নিজ দল ও শরিক দল কোমেইতো’র সাথেও আলোচনা করছেন। শুক্রবার মন্ত্রীসভা গ্রহণ করার আগে সেখানে সামান্য কিছু পরিবর্তনও আনা হতে পারে।
সূত্র গুলো জানিয়েছে খসড়া প্রস্তাবে “ক্ষমা প্রার্থনা” এবং “আগ্রাসন” ছাড়াও থাকছে “গভীর অনুতাপ” এবং “ঔপনিবেশিক শাসন” শব্দ গুলো।
১৯৯৫ সালে সাবেক প্রধানমন্ত্রী তোমিইচি মুরাইয়ামা এবং এক দশক পরে জুনিচিরো কোইজুমি এসব শব্দ গুলোই ব্যবহার করেছিলেন।
আবে অতীতের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতে জাপান আর কোনো যুদ্ধ শুরু করবে না -এমন অঙ্গীকারও ব্যক্ত করবেন।
পর্যবেক্ষকরা মনে করছেন, আবে তার পছন্দের শব্দ নিয়ে বিতর্ক এড়াতে চাইছেন এবং যুদ্ধ নিয়ে তার প্রকৃত বার্তা পৌঁছে দিতে চাইছেন।