২০১৫ ছিল সবচেয়ে উষ্ণতম বছর
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) জানায়, সমসাময়িক সব রেকর
Read More
**-------------**------------**
|
Community Events
Jan 1622২০১৫ ছিল সবচেয়ে উষ্ণতম বছরadmin January 22 ২০১৫ ছিল সবচেয়ে উষ্ণতম বছর বিজ্ঞানীরা আগেই আভাস দিয়েছিলেন ২০১৫ সাল স্মরণকালের উষ্ণতম হতে পারে। এবার সেটিই সত্যি হলো। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ‘ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’ (জাতীয় মহাসাগর ও বায়ুমন্ডলীয় প্রশাসন বা এনওএএ) এই তথ্য জানিয়েছে।
এনওএএ জানিয়েছে, ১৮৮০ সালের পর যেকোনো দিক থেকে ২০১৫ উষ্ণতম বছর। এমনকি বছরটিতে গড় তাপমাত্রাও যেকোনো বছরের চেয়ে বেশি। গত বছর বিশ্বে ভূমি ও সমুদ্রপৃষ্ঠে গড় তাপমাত্রা ছিল ১ দশমিক ৬২ ডিগ্রি ফারেনহাইট। এটা বিংশ শতাব্দীর গড় তাপমাত্রার চেয়ে বেশি।
সংস্থাটি বলেছে, ২০১৪ সালের চেয়ে ২০১৫ সালে তাপমাত্রা দশমিক ২৯ ফারেনহাইট বেশি ছিল।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) জানায়, সমসাময়িক সব রেকর
**-------------**------------** ![]() ![]() Jan 1620সাইবার নিরাপত্তা জোরদারে আসছে ডোমেইন নীতিমালাadmin January 20 সাইবার নিরাপত্তা জোরদারে আসছে ডোমেইন নীতিমালা ডোমেইন ব্যবহারের নীতিমালা করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। সাইবার নিরাপত্তা জোরদার করতে ও ইন্টারনেট ব্যবহারে শৃঙ্খলা আনতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
ইতোমধ্যে ভারতের ডোমেইন নীতিমালা অনুসরণ করে ১২ পৃষ্ঠার একটি খসড়া নীতিমালা তৈরি করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছে ডোমেইন পরিচালনার দায়িত্বে থাকা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। খসড়ায় ডোমেইন নিবন্ধন পদ্ধতি, ডোমেইনের বিক্রয় মূল্য, ব্যবহারের শর্তাবলীসহ বিভিন্ন দিক উঠে এসেছে।
এ ব্যাপারে সংশ্লিষ্টদের বক্তব্য, দেশীয় ডোমেইন ব্যবহারের নীতিমালা হলে এক্ষেত্রে শৃঙ্খলা আসবে। সাইবার সন্ত্রাস ও হয়রানি বন্ধে এটি কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে পর্নোগ্রাফি সমৃদ্ধ সাইটগুলো নিয়ন্ত্রণ করা সহজ
Read More **-------------**------------** Jan 1620চলে গেলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক পুরুষadmin January 20 চলে গেলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক পুরুষ পৃথিবীর সবচেয়ে বয়সী পুরুষ ১১২ বছর বয়সে মারা গেছেন। ইয়াসুতারো কোইদে নামের এই ব্যক্তি জাপানের নাগরিক ছিলেন।
জাপানের নাগোয়া শহরের বাসিন্দা এই ব্যক্তিকে গত বছরের আগস্টে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে বেশি বয়সী মানুষ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কর্মকর্তারা জানান, ইয়াসুতারো হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেছেন। নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। রেকর্ডে নাম অন্তুর্ভুক্ত হওয়ার সময় নিজের দীর্ঘ আয়ুর কারণ বলেছিলেন, তিনি কখনো ধুমপান ও মদে আসক্ত হননি। আনন্দের নামে নিজের শরীরের উপর বাড়াবাড়ি কোনো অত্যাচার কখনো করেননি বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী জীবিত ব্যক্তি এখন ১১৬ বছর বয়সী মার্কিন নারী সুসান্নাহ মুশাট জোন্স। গত বছর জাপানের মিসাও ওকাওয়া ১১৭ বছর বয়সে মারা যাওয়া
Read More **-------------**------------** Jan 1619জলোচ্ছ্বাস, ঝোড়ো আবহাওয়ায় জাপানের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি পশ্চিম ও উত্তর জাপানের বাসিন্দারা তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। ভারী তুষারের সাথে কনকনে প্রবল ঠান্ডা হাওয়া বয়ে চলেছে বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে।
আবহাওয়া বিভাগ বলেছে একটি লঘু চাপ তীব্র বাতাস বয়ে এনেছে জাপানি উপদ্বীপের উপর।
উত্তর জাপানের শহর নেমুরো এবং জাপান সাগরের তীরে অবস্থিত কানাজাওয়া শহরের উপর দিয়ে ঘন্টায় ১১০ কিলোমিটার বেগে বাতাসের ঝাপটা বয়ে যায়।
উত্তর জাপানের হোক্কাইদো এবং তোহোকু অঞ্চলে ২৪ ঘন্টায় ৭০ সেন্টিমিটারের মতো তুষারপাত হয়।
বুধবার পর্যন্ত তুষার ও ঝোড়ো আবহাওয়া বিরাজ করতে পারে কারণ লঘু চাপটি হোক্কাইদো'র নিকট এসে কিছুটা দুর্বল
**-------------**------------** Jan 1616টক দইয়ের যতো গুণadmin January 16 টক দইয়ের যতো গুণ দুগ্ধজাত খাবারের মধ্যে টই দই অত্যন্ত পুষ্টিকর। এতে আছে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, আমিষ ইত্যাদি। বর্তমানে স্বাস্থ্য সচেতনদের মধ্যে এই খাবারটি বেশ জনপ্রিয়। স্বাস্থ্যগুণের পাশাপাশি রূপচর্চায়ও রয়েছে এর নানাবিধ ব্যবহার। চলুন জেনে নেয়া যাক স্বাস্থ্য সুরক্ষায় ও রূপচর্চায় টক দইয়ের ব্যবহার।
* টক দই ওজন কমাতে সাহায্য করে। শরীরের মেদ জড়াতে এটি বেশ কার্যকরী।
* দইয়ের ব্যাকটেরিয়াগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ব্যাকটেরিয়া কোলন ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।
* একটি গবেষণায় দেখা গিয়েছে যারা প্রতিদিন ২ কাপ করে দই খায়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।
* দই কোলেস্টরল কমাতে সাহায্য করে।
* ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও দইয়ের জুড়ি নেই। টক দই, বেসন ও মধু মিশিয়ে নিন ভালো করে। মুখ
Read More **-------------**------------** Jan 1616জাপানে ফ্লু মৌসুম শুরুঃ স্বাস্থ্য মন্ত্রণালয়admin January 16 জাপানে ফ্লু মৌসুম শুরুঃ স্বাস্থ্য মন্ত্রণালয় জাপানের শ্রম, স্বাস্থ্য এবং কল্যাণ মন্ত্রণালয় জাপানে ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু হয়েছে বলে শুক্রবার সরকারি ভাবে ঘোষণা দিয়েছে, তারা জনসাধারণকে এ জন্যে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছে।
মন্ত্রণালয় জানায় জানুয়ারির ৪ থেকে ১০ তারিখ পর্যন্ত দেশের ৫ হাজার মেডিকাল সেন্টারে ৯,৯৬৪ জন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন, হাসপাতাল গুলোর হিসেবে প্রতিটি হাসপাতালে গড়ে ২.০২ জন করে গিয়েছেন।
আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ওকিনাওয়াতে, এরপরেই রয়েছে আকিতা, নিইগাতা, হোক্কাইদো এবং চিবা প্রিফেকচার -মন্ত্রণালয় জানায়।
আক্রান্তের সংখ্যা ১ হাজার অতিক্রম করার পরেই কর্মকর্তারা পুরো দমে ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু হয়েছে বলে জানান।
এটি হচ্ছে জাপানের টানা ৯ম ফ্লু মৌসুম। মধ্য ফেব্রুয়ারি পর্যন
**-------------**------------** Jan 1615হোক্কাইদোতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পঃ সুনামির সতর্কতা নেই বৃহস্পতিবার হোক্কাইদো'র উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিন্তু কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।
প্রাথমিক ভাবে ভূমিকম্পের মাত্রা ৬.৭ বলে উল্লেখ করা হয়েছে। হোক্কাইদো দ্বীপের দক্ষিণ কোনায় উরাকাওয়া শহরের নিকট দুপুর ১২টা ৩০ মিনিটে ভূমিকম্প আঘাত হানে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। উৎপত্তি স্থলের গভীরতা ছিলো সাগর পৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে তাৎক্ষণিক ভাবে কোনো ক্ষয়ক্ষতি বা কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
মধ্যাহ্ন ভোজের সময় আকস্মিক ভূমিকম্পে আবাসিক বাসিন্দাদের অনেকেই চমকে ওঠেন।
হোক্কাইদো'র এক বাসিন্দা হারু মাৎসুতাকেয়া (৪৫) বলেন, "ভূমিকম্পটি সত্যিই খুব শক্তিশালী ছিলো, এর স্থায়ীত্ব ছিলো প্রায় ৪০ সেকেন্ড"।
সেখা
**-------------**------------** Jan 1612বিভিন্ন সম্প্রদায়ের উপাসনালয়ে হামলা প্রসঙ্গ – মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহadmin January 12 বিভিন্ন সম্প্রদায়ের উপাসনালয়ে হামলা প্রসঙ্গ
মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ
গত ২৫ ডিসেম্বর শুক্রবার দুপুরে রাজশাহীর বাগমারায় কাদিয়ানীদের উপাসনালয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমে খবর এসেছে, এ ঘটনায় বোমা হামলাকারী নিজে নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েকজন। এর আগে গত মুহাররম মাসে ঢাকার হোসনি দালান এবং বগুড়ার একটি গ্রামে শিয়াদের একটি ধর্মীয়স্থানে হামলার ঘটনায় কিছু লোক হতাহত হয়েছে। এজাতীয় হামলা এদেশে সম্ভবত এগুলোই প্রথম। ধরন, প্রেক্ষাপট ও পরবর্তী পরিস্থিতি-প্রতিক্রিয়ার কারণে এ হামলার প্রসঙ্গগুলো কিছু আলোচনার দাবি রাখে। সে হিসেবে এ আলোচনায় আমরা তিনটি প্রসঙ্গ নিয়ে কিছু আলোকপাতের চেষ্টা করব। প্রথম, মূল হামলার প্রসঙ্গ। দ্বিতীয়, যেসব সম্প্রদায়ের উপর হামলা করা হয়েছে ত Read More **-------------**------------** Jan 1612বিশ্বে সুখী মানুষের সংখ্যা কমেছেadmin January 12 বিশ্বে সুখী মানুষের সংখ্যা কমেছে মাত্র এক বছরের ব্যবধানে বিশ্বে সুখী মানুষ কমেছে চার শতাংশ। ২০১৪ সালে যেখানে ৭০ শতাংশ মানুষ নিজেকে সুখী বলে দাবি করেছেন সেখানে তার এক বছর পর ৬৬ শতাংশ মানুষ সুখী বলে নিজেকে পরিচয় দিয়েছেন। তবে সুখের এই আকালের মধ্যেও কলম্বিয়ার মানুষদের মধ্যে সর্বোচ্চ ৮৫ শতাংশ সুখী জীবন যাপন করেন। আর বাংলাদেশিদের মধ্যে সুখী ৬২ শতাংশ।
কলম্বিয়ার পরই ৮২ শতাংশ সুখী মানুষ নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ফিজি ও সৌদি আরব।
সুইজারল্যান্ডের গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিপেনডেন্ট নেটওয়ার্ক অব মার্কেট রিসার্চ এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গালাপ ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী মানুষদের মধ্যে এই সুখ মাপার সমীক্ষাটি চালিয়েছেন।
Jan 1610বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজadmin January 10 বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ আজ ঐতিহাসিক ১০ জানুয়ারি। স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনের পর ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মাটিতে ফিরে আসেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু।বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর এ স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা বিশেষ তাত্পর্যপূর্ণ। বঙ্গবন্ধু নিজেই তার এ স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন, ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ হিসেবে। তাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক হিসেবে চিহ্নিত হয়ে আছে। দিবসটি উপলক
Read More **-------------**------------** Jan 1610বিশ্ব ইজতেমায় মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় আখেরি মোনাজাতadmin January 10 বিশ্ব ইজতেমায় মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় আখেরি মোনাজাত মুসলিম উম্মাহ’র শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ১১টা ১০ মিনিটে ইজতেমার আখেরি মোনাজাত শুরু হয়। ভারতের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা সা’দ মোনাজাত পরিচালনা করেন। এর আগে তিনি হেদয়াতি বয়ান করেন। আরবি ও উর্দু ভাষায় মোনাজাত করেন তিনি। এ সময় তার সঙ্গে হাত তুলেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বিপদ-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত প্রার্থনা করেন তারা। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগ তীর মুখরিত করে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান মুসল্লিরা। এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে আজ ভোর
**-------------**------------** Jan 168রাশিয়ার আকাশে তিন সূর্য!admin January 8 রাশিয়ার আকাশে তিন সূর্য! রাশিয়ার আকাশে দেখা গেছে তিন সূর্য! বিস্ময়কর হলেও এমনি চিত্র উপভোগ করেছেন সেন্ট পিটার্সবার্গবাসী। আর বিরল এই দৃশ্য ধরা পড়েছে স্থানীয় এক ব্যক্তির ক্যামেরায়।
বায়ুমণ্ডলে জমে থাকা শিশির কণাগুলো বরফে জমাট বেধে থাকায় সেগুলোতে সূর্যের আলোর প্রতিফলন হলে দু'দিকে আরো দু'টি সূর্যের ছবি ভেসে ওঠে। ফ্যান্টম সান্স বা মক সান্স নামের পরিচিত এ অবস্থার বৈজ্ঞানিক নাম পারহেলিয়া।
তবে সূর্যের এই বিরল দৃশ্য শীতকালের হিমেল প্রবাহ ছাড়া দেখা যায় না। সেন্ট পিটার্সবার্গে সম্প্রতি প্রচণ্ড শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।
Read More **-------------**------------** Jan 168আইপিএস কোষের ক্লিনিক্যাল পরীক্ষা শুরু করছে জাপানি টিমadmin January 8 আইপিএস কোষের ক্লিনিক্যাল পরীক্ষা শুরু করছে জাপানি টিম জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক টিম হৃদরোগের চিকিৎসায় আইপিএস কোষের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে কিনিক্যাল টেস্টের পরিকল্পনা করেছেন। ক্লিনিক্যাল টেস্ট হলো মানুষের উপর কার্যকারিতা পরীক্ষা করে দেখা।
গবেষক দলটির নেতৃত্বে রয়েছেন ওসাকা বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ইয়োশিকি সাওয়া।
গবেষকদের লক্ষ্য আইপিএস কোষ দিয়ে হৃৎপিন্ডের পেশীর পাত তৈরি করা যেটি পরে তীব্র হৃদরোগে আক্রান্ত রোগীর হৃদপিন্ডে প্রতিস্থাপিত করা হবে।
গবেষক দলটি সরকারের কাছে পরীক্ষা শুরু করার জন্যে এপ্রিল মাসের মধ্যে আবেদন করবে। ২০১৭ সালের এপ্রিল থেকে তারা প্রতিস্থাপনের
**-------------**------------** Jan 166দুই বিদেশি দূতাবাসে নিরাপত্তা জোরদার করছে টোকিও পুলিশadmin January 6 দুই বিদেশি দূতাবাসে নিরাপত্তা জোরদার করছে টোকিও পুলিশ টোকিও পুলিশ সৌদি আরব ও ইরান দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে। দেশ দু'টি সম্প্রতি তীব্র কুটনৈতিক বিরোধে জড়িয়ে পড়েছে। পুলিশ বলেছে তারা টোকিও'র মিনাতো ওয়ার্ডে অবস্থিত দু'টি দেশের দূতাবাসে টহল বাড়িয়েছে। পাশাপাশি নিরাপত্তা কোম্পানি গুলো তাদের স্বাভাবিক সেবা অব্যাহত রাখবে। এছাড়া পুলিশ টোকিও'র সৌদি আরব'র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ভাষা স্কুল সহ অন্যান্য প্রতিষ্ঠানেও নিরাপত্তা বৃদ্ধি করবে। Read More **-------------**------------** Jan 166জামায়াতের হরতাল বৃহস্পতিবারadmin January 6 জামায়াতের হরতাল বৃহস্পতিবার মতিউর রহমান নিজামীর আপিলের রায়ে ফাঁসির দণ্ড বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
এ রায়কে ‘নিজামীকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে হরতাল ডেকেছে জামায়াত।
বুধবার সুপ্রিম কোর্টের রায়ের পর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মাওলানা মতিউর রহমান নিজামীকে ঠাণ্ডা মাথায় সরকারের নির্ধারিত ছকে হত্যা করে সরকার পরিকল্পিতভাবে দেশকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে চায়। সরকারের জুলুম, নির্যাতন ও মাওলানা মতিউর রহমান নিজামীকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা আগামীকাল ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি।
|
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |