আইপিএস কোষের ক্লিনিক্যাল পরীক্ষা শুরু করছে জাপানি টিম

জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক টিম হৃদরোগের চিকিৎসায় আইপিএস কোষের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে কিনিক্যাল টেস্টের পরিকল্পনা করেছেন। ক্লিনিক্যাল টেস্ট হলো মানুষের উপর কার্যকারিতা পরীক্ষা করে দেখা।

গবেষক দলটির নেতৃত্বে রয়েছেন ওসাকা বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ইয়োশিকি সাওয়া।

গবেষকদের লক্ষ্য আইপিএস কোষ দিয়ে হৃৎপিন্ডের পেশীর পাত তৈরি করা যেটি পরে তীব্র হৃদরোগে আক্রান্ত রোগীর হৃদপিন্ডে প্রতিস্থাপিত করা হবে।

গবেষক দলটি সরকারের কাছে পরীক্ষা শুরু করার জন্যে এপ্রিল মাসের মধ্যে আবেদন করবে। ২০১৭ সালের এপ্রিল থেকে তারা প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু করতে চান।

কিয়োতো বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থান থেকে গবেষক দল প্রত্যাখ্যান-প্রতিরোধী বিশেষ ধরনের আইপিএস কোষ সংগ্রহ করেছেন।

তাদের আবেদন অনুমোদিত হলে গবেষক দলটি কয়েক জন রোগীর দেহে প্রতিস্থাপন করবেন। তারা আশা করছেন আইপিএস থেকে প্রস্তুতকৃত পেশীর পাত আগামী ৪ বছরের মধ্যেই বাস্তব ব্যবহারের উপযোগী হয়ে উঠবে।

তারা প্রাণীর উপর পেশী প্রতিস্থাপনের পরীক্ষা চালিয়ে ইতিমধ্যেই কার্ডিয়াক কার্যকারিতাকে উন্নত করার ঘটনা দেখতে পেয়েছেন।

গবেষকরা বলছেন তারা নিরাপত্তা ও পেশী পাতের কার্যকারীরতার উপর তথ্য সংগ্রহ অব্যাহত রাখবেন।