দুই বিদেশি দূতাবাসে নিরাপত্তা জোরদার করছে টোকিও পুলিশ

টোকিও পুলিশ সৌদি আরব ও ইরান দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে। দেশ দু’টি সম্প্রতি তীব্র কুটনৈতিক বিরোধে জড়িয়ে পড়েছে।

পুলিশ বলেছে তারা টোকিও’র মিনাতো ওয়ার্ডে অবস্থিত দু’টি দেশের দূতাবাসে টহল বাড়িয়েছে। পাশাপাশি নিরাপত্তা কোম্পানি গুলো তাদের স্বাভাবিক সেবা অব্যাহত রাখবে।

এছাড়া পুলিশ টোকিও’র সৌদি আরব’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ভাষা স্কুল সহ অন্যান্য প্রতিষ্ঠানেও নিরাপত্তা বৃদ্ধি করবে।