জাপানে ফ্লু মৌসুম শুরুঃ স্বাস্থ্য মন্ত্রণালয়
জাপানের শ্রম, স্বাস্থ্য এবং কল্যাণ মন্ত্রণালয় জাপানে ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু হয়েছে বলে শুক্রবার সরকারি ভাবে ঘোষণা দিয়েছে, তারা জনসাধারণকে এ জন্যে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছে।
মন্ত্রণালয় জানায় জানুয়ারির ৪ থেকে ১০ তারিখ পর্যন্ত দেশের ৫ হাজার মেডিকাল সেন্টারে ৯,৯৬৪ জন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন, হাসপাতাল গুলোর হিসেবে প্রতিটি হাসপাতালে গড়ে ২.০২ জন করে গিয়েছেন।
আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ওকিনাওয়াতে, এরপরেই রয়েছে আকিতা, নিইগাতা, হোক্কাইদো এবং চিবা প্রিফেকচার -মন্ত্রণালয় জানায়।
আক্রান্তের সংখ্যা ১ হাজার অতিক্রম করার পরেই কর্মকর্তারা পুরো দমে ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু হয়েছে বলে জানান।
এটি হচ্ছে জাপানের টানা ৯ম ফ্লু মৌসুম। মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত মৌসুম অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।