বিশ্বে সুখী মানুষের সংখ্যা কমেছে
মাত্র এক বছরের ব্যবধানে বিশ্বে সুখী মানুষ কমেছে চার শতাংশ। ২০১৪ সালে যেখানে ৭০ শতাংশ মানুষ নিজেকে সুখী বলে দাবি করেছেন সেখানে তার এক বছর পর ৬৬ শতাংশ মানুষ সুখী বলে নিজেকে পরিচয় দিয়েছেন। তবে সুখের এই আকালের মধ্যেও কলম্বিয়ার মানুষদের মধ্যে সর্বোচ্চ ৮৫ শতাংশ সুখী জীবন যাপন করেন। আর বাংলাদেশিদের মধ্যে সুখী ৬২ শতাংশ।
কলম্বিয়ার পরই ৮২ শতাংশ সুখী মানুষ নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ফিজি ও সৌদি আরব।
সুইজারল্যান্ডের গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিপেনডেন্ট নেটওয়ার্ক অব মার্কেট রিসার্চ এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গালাপ ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী মানুষদের মধ্যে এই সুখ মাপার সমীক্ষাটি চালিয়েছেন।
যুদ্ধবিধ্বস্ত ইরাকে সুখী মানুষ সবচেয়ে কম। সেখানে সুখী মানুষের হার হিসাব করলে হয় ঋণাত্মকে ১২ শতাংশ। তবে পশ্চিমা বিশ্বের কোনো দেশই এই তালিকার শীর্ষ ১০ এর মধ্যে যায়গা করে নিতে পারেনি।