• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ফ্রান্সে নিজেদের সবটুকু উজাড় করে দিতে জাপান নারী ফুটবল দলের কোচের আহ্বান

    জাপান নারী ফুটবল দলের কোচ জানিয়েছেন তিনি চান তার দলের খেলোয়াড়রা ফ্রান্সে বিশ্বকাপে তাদের সামর্থের সবটুকু উজাড় করে দিবে।

    কোচ আসাকো তাকাকুরা এবং অধিনায়ক সাকি কুমাগাই দলের প্রথম খেলায় আর্জেন্টিনাকে মোকাবেলা করার একদিন আগে প্যারিসে রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

    তাকাকুরা বলেন, তার খেলোয়াড়রা ভালো অবস্থায় টুর্নামেন্টে অংশ নিচ্ছে। তিনি বলেন, প্রথম খেলাটি হবে কঠিন তবে তারা যাতে তাদের দক্ষতার পূর্ণ ব্যবহার করতে পারে সেজন্য তিনি তাদের গাইড করবেন।

    তাকাকুরা জাপানি খেলোয়াড়দের গড় বয়স প্রায় ২৪ বছর উল্লেখ করেন, যা এই প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বনিম্ন।

    তিনি বলেন, তিনি চান এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ খেলোয়াড়রা গড়ে উঠুক। তিনি আরও বলেন, জাপান একবার বিশ্বকাপ জিতেছে এবং তার দল আবারও সেটা জেতার জন্য বদ্ধপরিকর।

    অধিনায়ক কুমাগাই বলেন, তার দল জয়ের মাধ্যমে তিন পয়েন্ট অর্জনের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে।

    কাঠখড় পুড়িয়েই তিনের সেরা সাকিব

    বাংলাদেশের সবসময়ের সেরা ক্রিকেটার, অনেক দিন থেকেই বিশ্বসেরাদের একজন। একমাত্র ক্রিকেটার হিসেবে টানা তৃতীয়বারের বিশ্বকাপে খেলছেন সেরা অলরাউন্ডারের মুকুট নিয়ে। এমনিতে প্রমাণের কিছু ছিল না তার। তবে একটি জায়গায় ঠিকই কাঠখড় পোড়াতে হয়েছে সময়ের সেরা এই ক্রিকেটারকে। বোঝাতে হয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। প্রমাণ করতে হয়েছে নিজেকে। শুরুর সাফল্য সহজ করে দিয়েছে পথচলা। তিন নম্বরে উঠে আসার পর থেকে যে সাফল্য যাত্রা শুরু হয়েছে, সেই পথ ধরে অনেক দূর এগোতে চান বাংলাদেশের সহ-অধিনায়ক। তবে এখনই তৃপ্ত হচ্ছেন না সাকিব আল হাসান।

    তিন নম্বরে নেমেই গতপরশু কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ১১৯ বলে ১২১ রানের ইনিংস খেলেছেন সাকিব। বিশ্বকাপে এটি তার প্রথম সেঞ্চুরি। তিনে খেলেই এবারের বিশ্বকাপে আগের দুই ম্যাচে সাকিব করেছেন ৭৫ ও ৬৪। এখনও পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনিই। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ শেষে ২৬০ রান সাকিবের, ২১৫ রান নিয়ে দুইয়ে জেসন রয়।

    ক্যারিয়ার জুড়ে বেশিরভাগ ম্যাচেই পাঁচ-ছয়ে ব্যাট করেছেন সাকিব আল হাসান। কখনোবা চারে। গত কয়েকটি সিরিজ থেকে নিজের ইচ্ছাতেই তিন নম্বরে নামছেন তিনি। তিনে নেমে পাচ্ছেন চোখ ধাঁধানো সাফল্য। তিনে সাকিবের নিয়মিত খেলার শুরু গত বছর। এর আগে ২০১৪ ও ২০১৭ সালে বিচ্ছিন্নভাবে দুটি ম্যাচে তিনে খেলে ভালো করতে পারেননি। গত বছরের জানুয়ারিতে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ থেকে ব্যাট করতে শুরু করেন তিনে। সেই টুর্নামেন্টে মোটামুটি সফল হন। পরে ভালো করেন ওয়েস্ট ইন্ডিজ সফরেও। কিন্তু গত এশিয়া কাপের সময় চোট নিয়ে ছিটকে যাওয়ার পর আবার জায়গা হারান তিনে। দল পরখ করে দেখে অন্যদের। সেই প্রচেষ্টা সফল হয়নি। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকে আবার তিনে ফেরেন সাকিব। যথারীতি সফল এবারও। তিন ইনিংসের দুটিতেই করেন অপরাজিত ফিফটি। এরপর বিশ্বকাপের এই সাফল্য। সব মিলিয়ে তিনে যতটুকু খেলেছেন, তার রেকর্ড ঈর্ষণীয়। ৮৩১ রান করেছেন ৫১.৯৩ গড়ে, এই পজিশনে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা গড়। ১৮ ইনিংসে ৮টি হাফসেঞ্চুরির পাশাপাশি এই সেঞ্চুরি, ১২১ রানের ইনিংসটি তিন নম্বরে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের।

    কিন্তু বৈশ্বিক টুর্নামেন্টে বড় ইনিংস ছিল না একটা লম্বা সময় ধরে। খরা ঘুচেছিল কার্ডিফে, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করে। সেই কার্ডিফেই এবার সাকিব আল হাসান পেলেন প্রথম বিশ্বকাপ সেঞ্চুরির স্বাদ। ইংল্যান্ডের রেকর্ড রান তাড়ায় বাংলাদেশ খুব বড় চ্যালেঞ্জ জানাতে না পারলেও সাকিব করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। খেলেছেন ১১৯ বলে ১২১ রানের ইনিংস। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে এটি বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ম্যাচে অসাধারণ সেঞ্চুরিতে দলের অবিস্মরণীয় জয়ে বড় ভূমিকা রেখেছিলেন সাকিব। তবে সেবার সঙ্গী পেয়েছিলেন মাহমুদউল্লাহকে, যার ব্যাট থেকেও এসেছিল সেঞ্চুরি। এবার সেই রিয়াদকে সাক্ষী রেখেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তুলে নিলেন শতক।

    এবারের আগে তিনটি বিশ্বকাপ খেলেছেন সাকিব। ২১ ম্যাচে সর্বোচ্চ ছিল ৬৩, তার মাপের একজন ক্রিকেটারের পাশে যা বড্ড বেমানান। এবার প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই স্কোর ছাড়িয়ে খেললেন ৭৫ রানের ইনিংস। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ব্যাট থেকে এলো ৬৪ রান। এবার সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিটির পর সাকিব ফিরে তাকালেন তিন নম্বরে নামার সিদ্ধান্তের শুরুর দিনগুলোয়। জানালেন, নিজে সিদ্ধান্তটি নেওয়ার পর বোঝাতে হয়েছে টিম ম্যানেজমেন্টের অনেককে, ‘হ্যাঁ, আমারই ছিল (তিনের সিদ্ধান্ত)। সবাইকে বোঝাতে হয়েছে, সবাইকে। কারণ একটি ম্যাচে রান না করলেও তারা বলত যে পাঁচ নম্বরেই আমার খেলা ভালো। তিন নম্বরে খেলতে তাই অনেককে রাজি করাতে হয়েছে আমাকে।’

    ব্যাট কথা বলতে শুরু হওয়ার পর অবশ্য কথায় আর কাউকে বোঝাতে হচ্ছে না। বরং তিনি উপভোগ করছেন এই নতুন চ্যালেঞ্জে, সেই চ্যালেঞ্জ জয়ের সাফল্য। এখনই সন্তুষ্ট না হয়ে দলে অবদান রাখতে চান আরও বেশি, ‘এটা একটু আলাদা, ভিন্ন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে আমি এই মূহুর্তে উপভোগ করছি। আমার কাছে মনে হয়েছিল, আমার জন্য আরও বেশি অবদান রাখার সুযোগ এটি। ব্যাটে আরও বেশি অবদান রাখার সুযোগ। তবে বলতেই হবে, এটা কেবলই শুরু। এই টুর্নামেন্টে এবং এরপরও আরও অনেক ম্যাচ আছে। আরও অবদান রেখে যেতে হবে। ব্যাটে-বলে আমি যতটা সম্ভব, আরও বেশি অবদান রাখতে চাই।’

    তিন নম্বরে উঠে আসার পর থেকেই অসাধারণ ধারাবাহিকতা সাকিবের ব্যাটে। এই ম্যাচের আগে ১৭ ইনিংসে ফিফটি পেরিয়েছিলেন ৮ বার। তবে সেঞ্চুরি ছিল না একটিও। তিন নম্বর ব্যাটসম্যানের কাছে দলের দাবি থাকে বড় ইনিংস। সেই দাবিও মেটালেন এবার। তিন নম্বরে বাংলাদেশের মাত্র পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি এটি। দুটি করেছিলেন মোহাম্মদ আশরাফুল, একটি জুনায়েদ সিদ্দিক। আর সাকিবের ইনিংসের আগে তিনে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছিল সৌম্য সরকারের, গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে ১১৭। শতক করে ৬ হাজার ওয়ানডে রানের পথেও এগোচ্ছিলেন সাকিব। তবে বেন স্টোকসের ইয়র্কারে তাকে থামতে হয়েছে একটু দূরে। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার ছুঁতে তার প্রয়োজন আর ২৩ রান।

    অলিম্পিকের প্রাক্কালে জাপানে ট্রেনের নিরাপত্তা জোরদার

    জাপান সরকার এবং রেলওয়ে কোম্পানিগুলো, ২০২০ টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক ক্রীড়ানুষ্ঠানের প্রাক্কালে দেশের ট্রেনগুলোতে নিরাপত্তা জোরদারের পদক্ষেপ গ্রহণ করছে।

    ঠিক এক বছর আগে একটি শিনকানসেন বা বুলেট ট্রেনে, এক ব্যক্তির চালানো প্রাণঘাতী ছোরা হামলার পর এই পদক্ষেপ তরান্বিত হয়। চলন্ত ট্রেনের ভেতরে চালানো উক্ত হামলায়, এক ব্যক্তি নিহত এবং এবং দুজন নারী আহত হন।

    রেলওয়ে কোম্পানিগুলো, টহলের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ট্রেনে সুরক্ষামূলক বর্ম, ছুরিকাঘাত প্রতিরোধে সক্ষম ভেস্ট এবং গোল মরিচের স্প্রে রাখছে।

    চলতি বছর এপ্রিল মাসে, সঠিকভাবে মোড়ানো নেই এমন ধরণের ছোরা, রান্নার কাজে ব্যবহৃত ছুরি, কাঁচিসহ অন্যান্য যেকোনো ধারালো সামগ্রী ট্রেনে বহন নিষিদ্ধ করা হয়। এই নির্দেশাবলী অমান্য কারী যাত্রীদের ট্রেন থেকে নেমে যেতে বাধ্য করা হতে পারে।

    পরিবহন মন্ত্রণালয়, এখন রেলওয়ে স্টেশনগুলোতে যাত্রীদের সাথে থাকা মালামাল পরীক্ষা করার উপায় বিবেচনা করে দেখছে। মন্ত্রণালয়, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে একজন ব্যক্তির দেহ ও মালামাল শনাক্ত করে ছবি প্রদর্শনে সক্ষম এমন ধরনের একটি বডি স্ক্যানার পরীক্ষা করে দেখছে। যন্ত্রটি, যাত্রীদের চলাচলে ব্যাঘাত না ঘটিয়ে পোশাকের নীচে লুকিয়ে রাখা বিস্ফোরক এবং অন্যান্য বিপদজনক সামগ্রী শনাক্ত করতে সক্ষম এমনভাবে তৈরি করা হয়েছে।

    জাপানের ইয়োকোহামার পাতালরেল লাইনচ্যুত

    জাপানের ইয়োকোহামার একটি রেল পরিচালনা কোম্পানি বলছে যে তাদের একটি পাতাল রেল টোকিওর অদূরের শহরটির মধ্যে দিয়ে চলার সময় লাইনচ্যুত হয়েছে। পুলিশ বলছে, কোন হতাহতের খবর তারা পায়নি।

    ইয়োকোহামা মিউনিসিপ্যাল পাতাল রেলের নীল লাইন কর্তৃপক্ষ বলছে, আজ ভোর ৫টা ২০ মিনিটের অব্যবহিত পর রেলগাড়িটির ছয়টি বগির মধ্যে চারটিই লাইনের বাইরে চলে যায়।

    পুলিশ বলছে, গাড়ীতে সেসময় ১শ ২০ থেকে ১শ ৩০ জন যাত্রী ছিলেন। পরে তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

    ঐ পরিচালক কোম্পানি শুরুতে তাদের সবগুলো রুটে রেল চলাচল বন্ধ করে দিলেও প্রায় ঘন্টাখানেক পর আংশিকভাবে সেগুলো পুনরায় চালু করা হয়।

    ইয়োকোহামার নগর কর্মকর্তারা বলছেন, রেল পরিচালনা কোম্পানি আগের রাতে একটি রক্ষণাবেক্ষণ গাড়ি চালানোর জন্য রেললাইনের উপর অতিরিক্ত লাইন পেতেছিল।
    তবে সেগুলো তুলে নেয়া হয়নি বলে কর্মকর্তাদের মতে, দিনের প্রথম ট্রেনটি হয়ত তাতে আঘাত হেনে থাকতে পারে।

    রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও টেকনোলজি  (RUET) ছাত্রদের কৃতিত্ব

    বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও টেকনোলজি (RUET) এর কিছু ছাত্র দ্বারা পরিচালিত একটি টিম । টিমটির নাম Team Crack Platoon। এই নামে বাংলাদেশের প্রথম ইলেকট্রিক ফরমুলা কার তৈরি করে ওরা জাপানে ফরমুলা ষ্টুডেন্ট -২০১৯ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে। বিশ্বের অনেকগুলো দেশের মধ্যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। ২০১৭ সালে টিম ক্র্যাক প্লাটুন বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ও একমাত্র দল হিসেবে ফর্মুলা স্টুডেন্ট জাপান এ অংশগ্রহণ করে। এবারও টিম ক্র্যাক প্লাটুন নতুন এক ইতিহাস তৈরি করতে যাচ্ছে। ২০১৯ এর ফর্মুলা স্টুডেন্ট জাপান এ তারা দেশের সর্বপ্রথম ফর্মুলা ইলেক্ট্রিক কার তৈরী করতে যাচ্ছে। যা কিনা দেশের অটোমোবাইল সেক্টরকে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে।

    তবে এর জন্য বেশ কিছু প্রতিবন্ধকতাও আছে। প্রাথমিক ভাবে চেসিস তৈরীর টাকা টীমের সদস্যরা বহন করলেও বর্তমানে তা আর সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে স্পন্সরদের দৃষ্টি আকর্ষণ করছে তারা। আপাতত কম্পিটিশন এর রেজিস্ট্রেশন আর গাড়ি তৈরীর কাজ শুরু করার জন্য তাদের ৪-৫ লাখ টাকার প্রয়োজন।

    যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদেরকে স্পন্সর করতে চান তাহলে তাদের ওয়েবসাইট www.teamcrackplatoon.com বিস্তারিত বর্ননা দেয়া আছে। এছাড়াও তাদের একটি ফেজবুক পেজ আছে https://www.facebook.com/crackplatoon.ruet/  যাতে এ সব তথ্য দেয়া হবে।
    যে যতটুকুই স্পন্সর করুন না কেন তার টাকার প্রতিটি তথ্য দিতে Team Crack Platoon বদ্ধপরিকর। গুগল ডকের মাধ্যমে তাদের সাথে সকল তথ্য শেয়ার করা হবে।

    টিম ক্র্যাক প্লাটুন একটি সম্পূর্ণ অলাভজনক সংগঠন। কিন্তু এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রচুর টাকার প্রয়োজন হয় । আসুন আমরা সকলে যার যার জায়গা থেকে এগিয়ে আসি এবং ইতিহাসের অংশ হই।