• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • চালক অসুস্থ হয়ে পড়লেও, নতুন ব্যবস্থা বাস থামিয়ে দেবে

    জাপানি একটি মটরগাড়ি নির্মাতা আগামী মাসে বাজারে নতুন এক ধরনের বাস বিক্রি করা শুরু করবে যেগুলো চালক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেও, স্বয়ংক্রিয়ভাবে থেমে যেতে পারবে।

    হিনো মটরস এই জরুরি চালোনা বন্ধ ব্যবস্থার উন্নয়ন করে, কেননা হঠাৎ করে অসুস্থতার জন্য অচেতন হয়ে পড়া বাসচালক সংশ্লিষ্ট বাস দুর্ঘটনার ঘটনা ঘটছে।

    কোম্পানিটি জানাচ্ছে, এই ব্যবস্থা তাদের বড় পর্যটন বাসে জুলাই মাস থেকে সংযোজন করা হবে।

    এই নিরাপত্তা ব্যবস্থা মহাসড়কে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়। একটি অবলোহিত রশ্মী ব্যবহার করা ক্যামেরা চালকদের চোখ বন্ধ হয়ে গেছে কিনা বা তারা স্টিয়ারিং হুইলের উপর ঝুঁকে পড়েছে কিনা তা পর্যবেক্ষণ করে দেখবে।

    তারপর ব্যবস্থাটি স্বয়ংক্রিয়ভাবে বাস থামিয়ে দেবে যখন ক্যামেরাটি নিশ্চিত হবে যে বাসটি এর রাস্তার লেনের বাইরে বেরিয়ে পড়েছে।

    বাসের গতি কমে গেলে এই ব্যবস্থা ব্রেকের লাইট জ্বালাবে এবং বাসের হর্ণ বাজাবে অন্যান্য চালকদের সতর্ক ক’রে দেয়ার জন্য।

    কোম্পানিটি এও জানাচ্ছে, এটি এ ধরনের প্রথম ব্যবস্থা যা বাণিজ্যিক গাড়িতে বসানো হবে।

    হিনো মটরসের হিরোকাযু ওকুইয়ামা বলছেন, অনেক যাত্রী থাকা একটি বাস বা একটি বড় ট্রাক সংশ্লিষ্ট দুর্ঘটনা উল্লেখযোগ্য পরিমাণে ক্ষয়ক্ষতি করতে পারে।

    তিনি এও বলছেন, কোম্পানিটি এই সর্বাধুনিক নিরাপত্তা প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহারের জন্য কাজ করে যাবে।

    শিশু সন্তানের দেখাশোনায় জাপানি বাবাদের ছুটি নিতে অনীহা

    ইউনিসেফ বলছে শিশু সন্তানের দেখাশোনার জন্য জাপানে পিতাদের অনেক ছুটি দেওয়া হলেও খুব কম পিতাই তা ব্যবহার করেন। জাতিসংঘের এই অঙ্গ সংগঠনটি বলছে এর জন্য জাপানে কর্মী ঘাটতি এবং কর্মসংস্কৃতি দায়ী।

    জাতিসংঘ শিশু তহবিল ৪১টি শিল্পোন্নত দেশের “পরিবার-বান্ধব নীতি” নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বৃহস্পতিবার।

    প্রতিবেদনে বলা হয় এর মধ্যে কেবল অর্ধেক সংখ্যক দেশে মায়েদের ছোট শিশুদের দেখাশোনার জন্য অন্ততপক্ষে ৬ মাসের সবেতন ছুটি দেওয়া হয়। শিশুসন্তানের দেখাশোনার জন্য বাবা মাকে ছুটি দেওয়ার ব্যবস্থা আছে যে সব দেশে, সেখানে তুলনায় কম সংখ্যক বাবা এই সুবিধার সদ্‌ব্যবহার করেন।

    প্রতিবেদনে বলা হয় দেশগুলোর মধ্যে জাপানেই এখন বাবাদের জন্য সবচেয়ে লম্বা সবেতন ছুটির ব্যবস্থা রয়েছে, কিন্তু ২০১৭ সালে প্রতি ২০ জন বাবার মধ্যে কেবল ১ জন এর সদ্‌ব্যবহার করেছেন।

    প্রতিবেদনে বলা হয় ছুটি না নেওয়ার কারণ হিসেবে জাপানি বাবারা এর জন্য কর্মস্থলে কর্মী সংখ্যায় ঘাটতি এবং “ছুটি নেওয়ার অনুকূল পরিবেশের অভাব”এর কথা উল্লেখ করেন।

    ইউনিসেফের প্রতিবেদনে বলা হয় শিশুসন্তানের দেখাশোনার জন্য বাবারা ছুটি নিলে, পারিবারিক বন্ধন আরও জোরদার হয়। তাছাড়া এতে মায়ের ওপর চাপ কমে এবং লিঙ্গ সমতা’র উন্নতি হয়।